শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি লুপ্তপ্রায় তিনটি পাখি

০৯:৫০ পিএম, ফেব্রুয়ারি ২৫, ২০২১

আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি লুপ্তপ্রায় তিনটি পাখি

আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি লুপ্তপ্রায় ৩টি ‘কিল বিলড টউকান’ (Keel-billed toucan) পাখি। গ্রাম বাংলায় এটি ধনেশ পাখি বলেও পরিচিত। এই ঘটনায় তদন্ত শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে পাখিগুলির খাঁচার তার কাটা অবস্থায় দেখতে পান নিরাপত্তারক্ষীরা। খাঁচার মধ্যে একটি ‘বার্ড ক্যাচার’ বা পাখি ধরার ফাঁদও পাওয়া যায়। মনে করা হচ্ছে, গতকাল রাত ১২টা থেকে ১২.৩০টার মধ্যে পাখিগুলিকে চুরি করা হয়েছে।

ইতিমধ্যে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। খাঁচা থেকে মাত্র ২৫ মিটার দূরে থাকলেও কেন টের পাননি নিরাপত্তারক্ষী, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই খাঁচার পাশে সিসিটিভি ক্যামেরা ছিল না।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই টাউকান বা ধনেশ পাখিগুলি অত্যন্ত বিরল। ভারতের জঙ্গলে মাঝেমধ্যে দেখা মিললেও শিকারিদের হানায় এদের সংখ্যা বিপজ্জনকভাবে কমে গিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, মার্কিন প্রজাতির এই পাখির বাজার মূল্য ভারতে অন্তত ২০ লক্ষ টাকাল সুতরাং সুপরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।