শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দ্বিতীয় দফা নির্বাচনের আগেই তিন অফিসারকে অপসারণ কমিশনের

১০:০০ এএম, মার্চ ৩১, ২০২১

দ্বিতীয় দফা নির্বাচনের আগেই তিন অফিসারকে অপসারণ কমিশনের

দ্বিতীয় দফার ভোটের আগে ফের একবার সক্রিয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে নোটিশ দিয়ে সরিয়ে দেওয়া হলো রাজ্যের তিন অফিসারকে। মূলত পক্ষপাতের অভিযোগ তোলে এই তিন অফিসারের বদল করেছে নির্বাচন কমিশন। কমিশনের ওই নোটিশে দেখা গিয়েছে, হলদিয়ার এসডিপিও, মহিষাদলের সি আই এবং বালিগঞ্জের রিটার্নিং অফিসার কে বদলি করা হয়েছে। জানা গেছে মহিষাদলের সিআই বিচিত্রবিকাশ রায় কে সরিয়ে তার জায়গায় নতুন সিআইডি হয়েছেন শীর্ষেন্দু দাস। অন্যদিকে হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যকে সরিয়ে তার জায়গায় এসেছেন উত্তম মিত্র। এছাড়াও সরানো হয়েছে বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকে। তিনি নির্বাচন সংক্রান্ত কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

আগামীকাল নন্দীগ্রামের দ্বিতীয় দফার নির্বাচন। এই দ্বিতীয় দফার নির্বাচনের আগেই হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সিআই -এর বিরুদ্ধে সরাসরি কমিশনে এসে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি। একইসঙ্গে কাদের অপসারণের দাবি তুলেছিলেন বিজেপি নেতারা। এই অভিযোগের ভিত্তিতেই এবারের ভোটের আগেই সরিয়ে দেওয়া হলো এই তিন অফিসারকে।