বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কৃষক বাবার মুখ উজ্জ্বল করলেন তিন মেয়ে! প্রশংসায় মাতল সরকারি আধিকারিক থেকে নেটদুনিয়া

০৪:৪৪ পিএম, জুলাই ১৫, ২০২১

কৃষক বাবার মুখ উজ্জ্বল করলেন তিন মেয়ে! প্রশংসায় মাতল সরকারি আধিকারিক থেকে নেটদুনিয়া

বাবা কৃষক। রোজগার যৎসামান্য। তাই সংসারে প্রায়ই লেগে রয়েছে অভাব। পাশে এসে দাঁড়ালেন তিন মেয়ে। মুখ উজ্জ্বল করলেন বাবার। কীভাবে? ৩ বোন একসঙ্গে পাশ করলে ২০১৮ সালের Rajasthan Administrative Service (RAS) exam। ১৩ জুলাই ফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, তিন বোন আনসু, ঋতু ও সুমন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায়।

রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা শহদেব সাহারনের ৫ কন্যা। দুই মেয়ে আগেই এই পরীক্ষা পাশ করে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার। তবু বাবার কাঁধে ছিল সাংসারিক বোঝা। তা কমাতেই শুরু থেকেই অনড় ছিলেন বাকি ৩ বোন। অবশেষে সাফল্য এল হাতের মুঠোয়। দুই দিদির মতো এবার ৩ বোনও সরকারি অফিসার পদে বসতে চলেছেন শীঘ্রই।

খবরটি জানাজানি হতেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে ৩ বোনের প্রশংসায়। ওই ৩ বোনকে শুভেচ্ছা জানিয়েছেন আই এফ এস অফিসার পরভিন কাসওয়নও। এছাড়াও আরও উচ্চপদস্থ অফিসাররাই আনসু, ঋতু ও সুমনের প্রশংসায় পঞ্চমুখ। চেষ্টা করলে যে সাফল্য একদিন ঠিক এসে ধরা দেয়, এই তিন বোন যেন তার-ই উদাহরণ।

https://twitter.com/ParveenKaswan/status/1415253380155334658?s=20