শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাংলায় প্রথম দফার ভোটে ৩০ আসনের মধ্যে ২৬ টিতে জিতবে বিজেপি, দাবি অমিত শাহের!

০৪:০৬ পিএম, মার্চ ২৮, ২০২১

বাংলায় প্রথম দফার ভোটে ৩০ আসনের মধ্যে ২৬ টিতে জিতবে বিজেপি, দাবি অমিত শাহের!

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সবেমাত্র প্রথম দফার ভোট হয়েছে। এখন ৭ দফার ভোট বাকি। তারপর ফল ঘোষণা। তাও ২ মে। তবে, তার আগেই প্রথম দফার ফল ঘোষণা করে দিলেন অমিত শাহ। ২ মে পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রথম দফার ভোটের পরের দিনই প্রথম দফার ভোটের ফল একপ্রকার ঘোষণা করে দিলেন তিনি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করলেন, প্রথম দফার ৩০ টি আসনের মধ্যে ২৬ টি আসনেই জিতবে বিজেপি। তিনি দাবি করেছেন, বিজেপি বাংলায় ২০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে। প্রথম দফার ভোটের পরে এমনই স্পষ্ট ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

গতকাল রাজ্যের ৩০ আসনের নির্বাচনে আশাতীত হয়েছে ভোটের হার। গতবারের তুলনায় অনেক বেশি ভোট পড়েছে। ৫ জেলায় ভোট পড়েছিল প্রায় ৮৮ শতাংশ। অমিত শাহ বলেছেন, ‘দলের কর্মী এবং সমর্থকদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত, আমরা ২৬টির বেশি আসন পাচ্ছি। আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য।’

তিনি আরও বলেছেন যে, বাংলায় যেভাবে নির্বিঘ্নে ভোট হয়েছে, সেটা এই ইঙ্গিতি দিচ্ছে যে, বিজেপি ২০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে। তিনি বাংলার মহিলাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন, ‘তিনি বলেন, বাংলার মহিলাদের ধন্যবাদ আমাদের ভোট দেওয়ার জন্য।’

অন্যদিকে, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নজর দিচ্ছেন নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এখানের লড়াই হাইভোল্টেজ লড়াই। তাঁর কথায়, ‘বাংলার ভাগ্য এখন নন্দীগ্রামের হাতে। নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলায় পরিবর্তন হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এক দফার ভোটের পরেই, প্রায় সঙ্গে সঙ্গে এভাবে আগে থেকে ভোটের ফলাফল ঘোষণা করে দেওয়া এক কথায় নজিরবিহীন। তাই অনেকের ধারণা, এটা পরবর্তী দফাগুলির ভোটের আগে শাহের মাইন্ড গেমও হতে পারে। যদিও তৃণমূলের দাবি, বাংলায় এই ধরনের কোনও মাইন্ড গেম কাজ করবে না বাস্তবে।

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন পালটা শাহকে আক্রমণ করে বলছেন, ‘মাইন্ড গেম কাজ করবে না মো- শাহ। আপনার মাইন্ড গেম গুজরাটের জিমখানায় ফেলে আসুন। এটা বাংলা, এখানে এই ধরনের পূর্বাভাস চলবে না।’

https://twitter.com/derekobrienmp/status/1376098389717360644