শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

হল না শেষ রক্ষা! করোনা প্রাণ কাড়ল 'লাভ ইউ জিন্দেগি' গান শোনা দিল্লির সেই তরুণীর!

০২:২৭ পিএম, মে ১৪, ২০২১

হল না শেষ রক্ষা! করোনা প্রাণ কাড়ল 'লাভ ইউ জিন্দেগি' গান শোনা দিল্লির সেই তরুণীর!

করোনার দাপটে দেশের বর্তমান অবস্থা বেহাল। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। দিকে দিকে মিলছে না হাসপাতালের বেড বা ভ্যাকসিন। অক্সিজেন বা ভেন্টিলেটরেও ঘাটতি দেখা দিয়েছে। কান পাতলেই শোনা যাচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। হাতে বিকল্প না থাকায় নিরুপায় হয়ে হাল ছাড়তে বাধ্য হচ্ছেন চিকিৎসকেরাও। উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন দেশের শত শত মানুষ। চিতার আগুন যেন নিভছেই না…

তবে এর মধ্যেই দিল্লির এক হাসপাতালে দেখা গিয়েছিল দারুণ এক চিত্র! যা জাগিয়ে তুলেছিল বাঁচার নতুন স্বপ্ন! সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, করোনা আক্রান্ত ৩০ বছরের এক তরুণীকে হাসপাতালের বেডে বসে গান শুনতে। শাহরুখ খান-আলিয়া ভাটের 'ডিয়ার জিন্দেগি' ছবির ‘লাভ ইউ জিন্দেগি’ গান চালিয়ে ওই তরুণী বার্তা দিয়েছিলেন- 'বন্ধু, কখনও হাল ছেড়োনা বন্ধু। হতাশা পেরিয়ে জীবনকে ভালোবাসো।'

জানা গিয়েছিল, তরুণীটি করোনায় আক্রান্ত। হাসপাতালে প্রথমে আইসিইউর বেড মেলেনি। ফলে তাঁর জন্য অন্য ব্যবস্থা করা হয়েছিল। এরপর গত ১৫ দিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। রেমডেসিভির, প্লাজমাথেরাপি সবই দেওয়া হয়েছিল। তবুও শেষ রক্ষা হল না। মাঝে অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছিল। তবে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে৷ অবশেষে হাসপাতালেই মৃত্যু হয় ওই তরুণীর।

[embed]https://twitter.com/drmonika_langeh/status/1392871777739575301?s=20[/embed]

মর্মান্তিক এই খবরটি ট্যুইট করে জানিয়েছেন ডাক্তার মনিকা লঙ্ঘে৷ যিনি এর আগে তরুণীর গান শোনার ভিডিওটিও শেয়ার করেছিলেন। করোনা আক্রান্ত ওই তরুণীর চিকিৎসার ভারও ছিল তাঁরই ওপর৷ তরুণীর মৃত্যুর পর ট্যুইটারে তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা একজন সাহসী মেয়েকে হারালাম। ওম শান্তি৷ ওঁর পরিবারের জন্য আমরা সবাই প্রার্থনা করি।"