বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রতি বুথে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের নির্দেশ নির্বাচন কমিশনের, মাও এলাকায় থাকবে আট জন

১০:৫৬ পিএম, মার্চ ১৯, ২০২১

প্রতি বুথে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের নির্দেশ নির্বাচন কমিশনের, মাও এলাকায় থাকবে আট জন
২৭ মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হয় সে কারণে দফায় দফায় রাজ্য সফরে এসেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক হয়েছে দফায় দফায়। এবার রাজ্যের প্রতিটি বুথে অন্তত চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিরাপত্তার দায়িত্বে থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যে ডিজে আইন-শৃঙ্খলা তরফে জানানো হয়েছে, বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে বুথের নিরাপত্তা নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে রাজ্যের প্রতিটি বুথে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে মোতায়েন রাখার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর চারজন জবানের পাশাপাশি একজন করে লাঠিধারী রাজ্য পুলিশও থাকবে। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে একটি করেই থাকবে। যে ভোট গ্রহণ কেন্দ্র গুলোতে বুথের সংখ্যা দুই বা তার বেশি হবে সেখানে কেন্দ্র বাহিনী থাকবে আটজন করে। এবং এই প্রত্যেক দলের সঙ্গেই থাকবে একজন করে লাঠিধারী রাজ্য পুলিশ। যদিও কমিশনের তরফ এ সাফ জানানো হয়েছে, মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে একটি বুথ পিছু আট জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখা থাকবে। প্রসঙ্গত, বিজেপি বারবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানোর কথা বললেও, রাজ্যের শাসকদল তার বিরোধিতা করেছে। কিন্তু নির্বাচন কমিশনও চেয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হোক নির্বাচন। সেই কারনেই এবারের নির্বাচনে অশান্তি এড়াতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্যে।