শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নভেম্বর মাস থেকেই ট্রেনের টাইম টেবিল সহ ৫ টি ক্ষেত্রে হচ্ছে বড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

০৫:১৬ পিএম, অক্টোবর ৩১, ২০২১

নভেম্বর মাস থেকেই ট্রেনের টাইম টেবিল সহ ৫ টি ক্ষেত্রে হচ্ছে বড় পরিবর্তন, জেনে নিন বিস্তারিত
নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে রেল পরিষেবা। দীর্ঘ ৬ মাস পর গড়াবে লোকাল ট্রেনের চাকা। তবে ট্রেনের টাইম টেবিলে আসছে পরিবর্তন। সেই তালিকা অনুযায়ী চলবে ট্রেন। তবে শুধু ট্রেন নয় আরও ৫ টি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে নভেম্বর মাস থেকে। আসুন জেনে নেওয়া যাক আগামী নভেম্বর থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমটি হল রেল পরিষেবা চালু হবে। তৈরি হচ্ছে নতুন টাইম টেবিল। এই নতুন তালিকায় রয়েছে ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন, ৭ হাজার পণ্যবাহী ট্রেন এবং ৩০টি রাজধানী ট্রেন। প্রতি মাসের শুরুতেই গ্যাসের দাম পরিবর্তন হয়। এই মাসের শুরুতেও ধার্য করা হবে গ্যাসের নতুন দাম। নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে ডেলিভারি অথেনটিকেশন কোড। গ্যাসের ডেলিভারি নিতে হলে এবার থেকে গ্যাস সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়কে বাধ্যতামূলকভাবে দিতে হবে ওটিপি। এই ওটিপি গ্যাস বুক করার সময় এবং ডেলিভারি হওয়ার আগেই চলে আসে গ্রাহকদের রেজিস্টার মোবাইল নম্বরে। চেক মারফত টাকা তোলার ক্ষেত্রে নয়া পরিবর্তন আনছে Bank of Baroda।  এবার থেকে চেক মারফত টাকা তুলতে হলে গ্রাহকের ফোনে কল বা মেসেজ আসবে। গ্রাহক কনফার্ম করলে তবেই টাকা তোলা যাবে। সামনের মাস থেকে পুরাতন অ্যান্ড্রয়েড ভার্সনের একাধিক ডিভাইসে হোয়াটস অ্যাপ আর কাজ করবে না।