শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ঘূর্ণিঝড়ের মধ্যেই মোবাইল টাওয়ারে উঠে পড়ল এই যুবক! কিন্তু কেন? রইল ভিডিও

০৩:৫১ পিএম, মে ২৬, ২০২১

ঘূর্ণিঝড়ের মধ্যেই মোবাইল টাওয়ারে উঠে পড়ল এই যুবক! কিন্তু কেন? রইল ভিডিও

আজ সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যেই রাজ্যের উপকূলের দীঘা, মন্দারমনির অবস্থা ভয়াবহ। ক্রমশ বাড়ছে জলোচ্ছ্বাস। হাওয়ার গতিবেগও প্রবলতর হচ্ছে৷ এছাড়াও রাজ্যের কয়েকটি রাজ্যে বন্যার সম্ভাবনাও রয়েছে। ফলে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যবাসী। এসবের মধ্যেই এমন এক কাণ্ড ঘটিয়েছেন বাঁকুড়ার এক যুবক, যা দেখে চোখ কপালে উঠবেই! ঘূর্ণিঝড় আবহেই তিনি চড়ে বসেছে এক মোবাইল টাওয়ারে!

যুবকটির নাম দয়াল বাউড়ি। বয়স বছর পঁয়ত্রিশ। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামের বাসিন্দা তিনি। বুধবার হঠাতই ওই গ্রামে অবস্থিত একটি বেসরকারি টেলিকম সংস্থার সুউচ্চ মোবাইল টাওয়ারে চড়ে বসেন তিনি। এরপর নিজের কেরামতি দেখাতে থাকেন। যা দেখে নিমেষেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

এরপর দুবরাজপুর থানা এবং দমকলে খবর পাঠানো হলে কিছুক্ষণ পরই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। তাঁদের দেখে ওই যুবকটি নিজে থেকেই নেমে আসেন টাওয়ার থেকে। তাঁকে সুরক্ষিত দেখে স্বস্তি মেলে গ্রামবাসীদেরও। তবে ওই যুবক ঠিক কী জন্য টাওয়ারে উঠেছিলেন?

https://youtu.be/53C8lUYjVPU

গ্রামবাসীরা জানিয়েছেন, যুবকটি এতদিন সুস্থ স্বাভাবিকই ছিলেন। তবে বেশ কিছুদিন ধরেই গ্রামে অ’সংলগ্ন অবস্থায় ঘুরতে দেখা যাচ্ছিল তাঁকে। কিছুদিন এরকম চলার পরেই বুধবার এমন এক কাণ্ড ঘটান যুবক। চড়ে বসেন ঘটনার পর টাওয়ারের মাথায়। প্রায় ঘণ্টা দেড়েক ওভাবে চড়ে কেরামতি দেখানোর পরই পুলিশ এলে নীচে নেমে আসেন তিনি।