শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সততার অনন্য নজির! ব্যবসায়ী কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন টাকা ভর্তি ব্যাগ!

০৯:৩৮ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২১

সততার অনন্য নজির! ব্যবসায়ী কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন টাকা ভর্তি ব্যাগ!
বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ এখনও এই পৃথিবীটা অসৎ মানুষে ভরে যায়নি। এখনও আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাঁদের কাছে সৎভাবে বাঁচাটাই জীবনের অন্যতম উদ্দেশ্য। সম্প্রতি তেমনই এক ব্যবসায়ীর কথা প্রকাশ্যে উঠে এল। যিনি টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েও, ফিরিয়ে দিলেন। সৃষ্টি করলেন সততার এক অনন্য নজির। এই ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমে। জানা গিয়েছে যে, রবিবার বোলপুর শান্তিনিকেতনের বাহাদুরপুর গ্রামের এক বাসিন্দা সমরেশ পাল সিউড়ি আসছিলেন, তাঁর আত্মীয়ের বাড়িতে। সেই সময় বেহিরা গ্রামের কাছে তাঁর বাইক, তাঁর অলক্ষে সঙ্গে থাকা প্রায় ৩০ হাজার টাকা ভর্তি ব্যাগ পড়ে যায়। ওই একই রাস্তা দিয়ে সিউরির শেখ আনোয়ার নামে একজন ব্যবসায়ী যাওয়ার সময় ওই ব্যাগটি দেখতে পান। ওই ব্যাগের কথা তখন সিউরি থানায় জানিয়ে রাখেন শেখ আনোয়ার। পরে তিনি ওই টাকা ভর্তি ব্যাগ সিউরি থানায় জমা করেন। এর পাশাপাশি তিনি বেহিরা গ্রামের স্থানীয় মানুষদের নিজের ফোন নম্বর দিয়ে আসেন এবং বলে আসেন তাঁদের যে, কেউ টাকার খোঁজ করলে, যেন তাঁর নম্বরে ফোন করা হয়। এরপরে সমরেশ পাল তাঁর হারানো টাকার খোঁজ করতে শুরু করলে, কেউ একজন তাকে শেখ আনোয়ারের ফোন নম্বর দেন। এরপর সমরেশবাবু যোগাযোগ করেন সিউরি থানার আইসি’র সঙ্গে। এরপরেই তিনি জানতে পারেন যে, তাঁর হারিয়ে যাওয়া টাকা সুরক্ষিতই অবস্থায় রাখা আছে সিউরি থানায়। পরে সমরেশবাবু সিউড়ি থানায় গিয়ে ওই টাকা ফেরত নিয়ে আসেন। সমরেশ পাল, তাঁর হারিয়ে যাওয়া টাকা ফেরত পাওয়ায়, আনোয়ারবাবুকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এও জানিয়েছেন, তাঁর খুব ভাল লাগছে, এটা জেনে যে, এখনও এই ধরনের মানুষ আছে।