
হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক রোগী। আর তাকে কেটে খাচ্ছে তার-ই পরিবারের অন্যান্য সদস্যরা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমনই কিছু ভয়ঙ্কর ছবি। যা দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছেন নেটিজেনরা। কিন্তু এই ছবিগুলির পিছনে রয়েছে কী রহস্য?
এটি আসলে একটি আস্ত বড় কেক। যা বিছানায় শুয়ে থাকা এক রোগীর আদলে গড়ে তোলা হয়েছে। জনপ্রিয় ব্রিটিশ বেকার বেন কালেনের তৈরি এই ভ্যানিলা কেকটি আসলে নেটিজেনদের প্র্যাঙ্ক করার উদ্দেশ্যেই করে তোলা হয়েছিল।
ছবিটি টুইটারে শেয়ার করে @horror4kids। ক্যাপশনে লেখা, “এটি একটি কেক!” ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন রোগীটি। পাশের এক টেবিলে রাখা রয়েছে ওষুধ ও তার পরিবারের ছবি। অন্যদিকে এক সদস্যের হাতের প্লেটে সাজানো রোগীর দেহের কাটা অংশ। যা আদতে কেকের টুকরো।
ছবিটি দেখে স্বভাবতই প্রথমে চমকে গেলেও পরে ভুল ভাঙে নেটজনতার। এরপরই সেটি ভাইরাল হয়ে যায়। লাইক, কমেন্ট এবং রিটুইটে ভেসে যায় ছবিটি। কেউ কেউ আবার এমন মন্তব্যও করেন, “আমি সত্যিই কনফিউজড!” আবার একজন বলেন, “এটি আমার বিয়ের কেক হলে দারুণ হতো!”
দেখে নিন সেই ভাইরাল ছবিগুলি…
THIS IS A CAKE. pic.twitter.com/9h9pXiYHDG
— Horror4Kids (@horror4kids) February 16, 2021