বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার! চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলবে স্পিচ থেরাপি

০৫:০৭ পিএম, মে ২২, ২০২১

মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার! চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলবে স্পিচ থেরাপি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ  সম্প্রতি নারদা মামলায় রাজ্যে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সম্প্রতি সিবিআই। জেলে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

হাইকোর্টে রায়ে এই ৪ জনের জামিন মিললেও, তাঁদের থাকতে হবে গৃহবন্দী হয়েই। এদিকে এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি মদন মিত্র-সহ বাকি তিনজন। জানা গিয়েছে, মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়েছে। তিনি এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাপসাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার কামারহাটির বিধায়ককে দেখতে আসেন চিকিৎসকরা।

মদন মিত্রের বারবার গলা ভেঙে যাওয়ায়, কথা বলতে অসুবিধা হওয়ায়, তাঁর গলার পরীক্ষা করা হয়। পরীক্ষা করতেই তাঁর ভোকাল কর্ডে টিউমার ধরা পড়ে। এই কারণে মদন মিত্রকে কয়েকটি এক্সেসাইজ করার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি চলবে স্পিচ থেরাপিও। এই টিউমারটি কতটা মারাত্মক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের জন্য, তা জানতে আরও বেশকিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়কে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

উডবার্নে ভর্তি থাকা তিন নেতা-মন্ত্রীর মধ্যে মদন মিত্রের শারীরিক অবস্থা সবথেকে গুরুতর, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। ভোটপর্বে করোনা আক্রান্ত হয়েছিলেন মদন। তারপর খানিকটা সুস্থ হয়ে উঠলেও, মদন মিত্রের শরীর দুর্বলই ছিল। নারদ মামলায় গ্রেফতার হয়ে, জেলে যাওয়ার পর, ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের ফুসফুসে ক্ষত রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নারদকাণ্ডে ধৃত মদন মিত্র-সহ আরও চার হেভিওয়েটকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ফিরহাদ হাকিম ছাড়া, বাকি তিন হেভিওয়েটই বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মদন মিত্রের পরিবার সূত্রে খবর, তাঁর ব্লাড প্রেসার বেশি, সুগারও ওঠানামা করছে প্রতিনিয়ত। সদ্য করোনামুক্ত হয়েছেন মদন মিত্র, তাছাড়া ফুসফুসেও ক্ষত রয়েছে। ফলে হাসপাতালে রেখেই তাঁর চিকিৎসা করাতে চায় পরিবার।