শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

জলপ্রপাত দেখতে গিয়ে বিপত্তি, মা এবং শিশুকে উদ্ধার করল গ্রামবাসী, কুর্নিশ নেট জনতাদের

০৪:৩৫ পিএম, অক্টোবর ২৭, ২০২১

জলপ্রপাত দেখতে গিয়ে বিপত্তি, মা এবং শিশুকে উদ্ধার করল গ্রামবাসী, কুর্নিশ নেট জনতাদের
আমাদের প্রতিদিনের জীবনে সোশ্যাল মিডিয়া অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিদিন কতই রঙ্গ উঠে আসে এই প্ল্যাটফর্মে। তার মধ্যে কিছু থাকে প্রতিভা আবার কিছু থাকে হাস্যকর বিষয় বস্তু। সব মিলিয়ে বিনোদনের বেশির ভাগ অংশটায় আমরা উপভোগ করি এই প্ল্যাটফর্মে। প্রতিনিয়তই বিভিন্ন ভিডিও উঠে আসে আমাদের সামনে। সম্প্রতি এমনই এক ভিডিও নিয়ে শোরগোল গোটা নেট দুনিয়ায়। প্রকৃতির মেজাজের কাছে হার মানে সকলেই। প্রকৃতির বিপর্যয় থেকে ভয়ংকর কিছুই হতে পারে না। সম্প্রতি এমনই এক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন তামিল নাড়ুর বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বৃষ্টির ফলে চারিদিকে বিপর্যয়। তাই সেখানের জলপ্রপাত রুদ্র রূপ ধারণ করেছে। আর প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে সকলেই ইচ্ছা প্রকাশ করে। আর সেখানেই হল বিপত্তি। সেই ভিডিও নিয়েই এখন তোলপাড়। ভিডিওতে দেখা যাচ্ছে এক মা তার শিশুকে নিয়ে জলপ্রপাত দেখতে গিয়ে আটকে পড়ে। সেই শিশু এবং মা কে উদ্ধার করতে এগিয়ে আসেন গ্রাম বাসীরা। গ্রাম বাসীদের কঠোর চেষ্টার পর উদ্ধার করা হয় শিশু এবং মা কে উদ্ধার করতে পারেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। সকলেই ওই গ্রামবাসীদের কুর্নিশ জানান। প্রশংসা করেন।