বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বনধের সমর্থনে গিয়ে মোবাইল ও মানিব্যাগ খোয়ালেন আব্দুল মান্নান

০৯:২১ এএম, ফেব্রুয়ারি ১৩, ২০২১

বনধের সমর্থনে গিয়ে মোবাইল ও মানিব্যাগ খোয়ালেন আব্দুল মান্নান
রাজ্যে ১২ ঘন্টার হরতাল। আর তা পালন করতে রাস্তায় নেমে চরম বেকায়দায় পড়লেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। পায়ে পেলেন চোট, হারালেন মোবাইল ও মানিব্যাগ। এবার রাজ্য বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের জোট হচ্ছে তাই বামেদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে প্রদেশ কংগ্রেসও। সেই বনধ পালনেই দলের কর্মী সমর্থকদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন আব্দুল মান্নান। কিন্তু এন্টালিতে এদিন বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। সেই সময় পড়ে গিয়ে পায়ে চোট পান মান্নান সাহেব। পরে দেখা যায় সেই ধ্বস্তাধ্বস্তির মধ্যেই তাঁর পকেট থেকে কেউ ম্যানিব্যাগ ও মোবাইল বার করে নিয়েছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপির সভা ও মিছিলে এই ধরনের পকেটমারির খুব ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় মান্নান সাহেবের নামও জুড়ে গেল ভুক্তভোগী হিসাবে। হরতালের বাংলায় খোদ রাজ্যের বিরোধী দলনেতার এহেন দূরাবস্থার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে মান্নানকে ঘিরে ট্রোলিং।