বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভোটের আগে নজরে উত্তরবঙ্গ, ফের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

০৮:৪৬ এএম, ফেব্রুয়ারি ১১, ২০২১

ভোটের আগে নজরে উত্তরবঙ্গ, ফের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
২ মাসের মধ্যে দ্বিতীয়বার উত্তরবঙ্গে আসছেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে দলের পরিস্থিতি নতুন করে পর্যালোচনা করে একাধিক ঘরোয়া বৈঠক করতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে (পিকে) নিয়ে গত ৪ থেকে ৮ জানুয়ারি অবধি উত্তরবঙ্গ সফর করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলার সাংগঠনিক পরিস্থিতি, ভাঙনের আশঙ্কায় কী করণীয় তা নিয়ে বৈঠকগুলিতে আলোচনা হয়। শিলিগুড়ি ছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে দলীয় বৈঠক ও গঙ্গারামপুরে জনসভা করেন অভিষেক। সূত্রের খবর, ২০ ফেব্রুয়ারি নাগরাকাটায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে ভোট বেড়েছে বিজেপি-র। হারানো জমি ফিরে পেতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার উত্তরবঙ্গে আসছেন। ঝাঁপিয়ে পড়ছেন অভিষেকও। লোকসভা ভোটেই একপ্রকার তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দিয়েছে উত্তরবঙ্গের মানুষ। কোচবিহার, দুই দিনাজপুর মালদহ, সর্বত্রইএকই ছবি। তাই কোচবিহারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপিও। এদিকে, উত্তরবঙ্গের সংগঠনের রিপোর্ট পাওয়ার পরেই কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনার কথা ঘোষণা করেছে বিজেপি। আর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন অমিত শাহ। এতোদিন কেবল রাঢ় বাংলা আর জঙ্গলমহলে নজর রেখেছিলেন অমিত শাহ। এবার নজরে পড়েছে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার তাঁর প্রথমেই লক্ষ্য রাজবংশীরা।