শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

কংগ্রেসের উচিৎ আরামকেদারা ছেড়ে রাস্তায় নামা! তীব্র কটাক্ষ অভিষেকের

১০:১২ পিএম, সেপ্টেম্বর ২৯, ২০২১

কংগ্রেসের উচিৎ আরামকেদারা ছেড়ে রাস্তায় নামা! তীব্র কটাক্ষ অভিষেকের

কংগ্রেসের উচিৎ আরামকেদারা ছেড়ে রাস্তায় নামা। এবার অধীর চৌধুরীর একাধিক অভিযোগের পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভবানীপুরে বৃষ্টির মধ্যেও সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

বিগত কয়েক দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান, তৃণমূলের সঙ্গে বিজেপি-র যোগ আছে বলে অভিযোগ করছেন। তবে এর জবাবে কটাক্ষ ছুঁড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেসের উচিৎ আরামকেদারা ছেড়ে রাস্তায় নামা। আর এটা ঘরে বসে করা সম্ভব নয়। তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে না। মাঠে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আমরা সোশ্যাল মিডিয়ার দল হয়ে থাকব না।"

অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ভবানীপুরের একাধিক ভোট কেন্দ্রে জল জমে রয়েছে। তাই সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে আসবেন তাই নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়ে অভিষেক বলেন, "প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে থাকে না। তবে মানুষ ভোটে দেবে বলে আমরা আশাবাদী। আমরা মানুষের প্রতি আস্থাবান। কলকাতা কর্পোরেশন কাজ করছে। তারা পুরোদমে চেষ্টা করছে। আমরা আশাবাদী ভোট ভালো হবে। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে থাকে না।"

প্রসঙ্গত, ভবানীপুরে ২৮৭টি বুথকেন্দ্রে চলবে ভোটগ্রহণ। এদিকে, ভবানীপুরের ইভিএম বিতরণ সেন্টার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও জল জমেছে। যদিও সেখানে ইতিমধ্যেই পাম্পিংয়ের মাধ্যমে জলস্তর নামানোর কাজ শুরু হয়েছে।