শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেপরোয়া গতিতে ফের চিংড়িঘাটায় উল্টে গেল গাড়ি

০৯:০৪ এএম, নভেম্বর ৬, ২০২১

বেপরোয়া গতিতে ফের চিংড়িঘাটায় উল্টে গেল গাড়ি
ফের দুর্ঘটনা চিংড়িঘাটায়। এদিন ভোর বেলায় সল্টলেক স্টেডিয়ামের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় উল্টে যায় একটি ছোট কন্টেনার গাড়ি। হতাহতের কোনও খবর নেই এখনও। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর বেলায় সল্টলেক স্টেডিয়ামের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল একটি ছোট কন্টেনার গাড়ি। এরপর অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। প্রায় ৮০ কিলোমিটারের বেশি জোরে চলছিল গাড়িটি বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রবল গতিতে গাড়িটি আসার সময় হঠাৎই সিগন্যাল লাল হয়ে যায়। আর আচমকা গাড়ির ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখনই উল্টে যায় গাড়িটি। চালকের হাতে অল্প আঘাত লেগেছে। ওই মুহূর্তে ঘটনাস্থলে আসেন ট্রাফিক পুলিশ। এরপর ওই চালককে উদ্ধার করে গাড়িটি সরিয়ে দেওয়া হয়। বিগত কিছুদিন ধরে যেভাবে ভোরের দিকে পথ দুর্ঘটনা ঘটছে তাতে কার্যত সাধারণ মানুষের উদাসীনতার দিকেই আঙ্গুল উঠছে। বারবার সাবধান করা সত্ত্বেও বেলাগাম গতিতে গাড়ি চালাচ্ছেন মানুষ। যার মাশুল দিতে হচ্ছে প্রাণ দিয়ে।