শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

'মাঠ ফাট দিয়ে কি হবে!! নোট ফোটে কবে আসছেন?' কাকে কটাক্ষ করলেন অনির্বাণ ভট্টাচার্য?

০২:০৩ পিএম, ফেব্রুয়ারি ২৫, ২০২১

'মাঠ ফাট দিয়ে কি হবে!! নোট ফোটে কবে আসছেন?' কাকে কটাক্ষ করলেন অনির্বাণ ভট্টাচার্য?
সম্প্রতি উদ্বোধিত হল বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামের। উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর উদ্বোধনের দিনই স্টেডিয়াম ঘিরে সৃষ্টি হল বিতর্কের। কারণ, এদিনই সর্দার বল্লভভাই প্যাটেল নাম বদলে নব উদ্বোধিত স্টেডিয়ামটির নাম রাখা হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে৷ যা নিয়ে শাসক দলকে বিঁধতে ছাড়লেন না নেটিজেনের একাংশ। এবার সেই আসরে নামলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। গতকাল, অনির্বাণ নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছেন। সেখানে লেখা,'‘মাঠ ফাট দিয়ে কী হবে! নোট ফোটে কবে আসছেন?… নতুন স্বঘোষিত জনক।’যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি তাঁর টুইটে। তাহলে প্রশ্ন ওঠে কে এই স্বঘোষিত জনক? নেটিজেনের একাংশ অবশ্য মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেই এই টুইট করেছেন অভিনেতা। তা নিয়ে বেশ শোরগোলও পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। [embed]https://twitter.com/AnirbanSpeaketh/status/1364631709552058370[/embed] যদিও স্টেডিয়ামের নাম বদল হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে জল ঢালার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, শুধুমাত্র স্টেডিয়ামের নামকরণই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে হয়েছে। তবে স্পোর্টস কমপ্লেক্সের নাম বদলানো হয়নি। সর্দার বল্লভভাই প্যাটেলের নামেই রয়েছে তা। অন্যদিকে নব উদ্বোধিত স্টেডিয়াম প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, "মোতেরা স্টেডিয়ামকে আজ খুব মিস করব। এই বিশাল স্টেডিয়াম তৈরির নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের কুর্নিশ জানাই।" এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানিয়েছেন। যদিও স্টেডিয়ামের নাম বদলকে ঘিরে তরজা এখনও জারি রয়েছে সোশ্যাল মিডিয়ায়।