বংনিউজ বিনোদন ডেস্কঃ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মাদক মামলায় গ্রেফতার হন রিয়া এবং তার ভাই সৌভিক। আজ সেই মামলায় জামিন পেলেন সৌভিক চক্রবর্তী। একটি মামলায় বুধবার এনডিপিএসের একটি বিশেষ আদালত সৌভিক চক্রবর্তীর জামিন মঞ্জুর করেন।

সৌভিক ও রিয়া দুজনকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে সম্পর্কিত ড্রাগ তদন্তে এনসিবি দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল। সৌভিক ৮ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন, আর রিয়া বোম্বাই হাইকোর্ট ৭ অক্টোবর জামিন পেয়েছিলেন।

সৌভিক গত কয়েকবার বিশেষ আদালতে এবং বোম্বাই হাইকোর্টে বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন যা প্রত্যাখ্যান হয়েছিল। তবে আজ তার আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত।

এনসিবির অভিযোগ যে রিয়া চক্রবর্তী এবং সৌভিক ক্রেডিট কার্ড, নগদ টাকা ড্রাগ বিতরণ এবং প্রদানের সুবিধার্থে ব্যবহার করত।
২৪ নভেম্বর, একই মামলায় গ্রেপ্তার – সৌভিক চক্রবর্তীর বন্ধু সূর্যদীপ মালহোত্রা জামিন পেয়েছেন।