শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

'মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী'! সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র প্রয়াণে আবেগপ্রবণ ঋত্বিক

০৩:১৮ পিএম, আগস্ট ৩০, ২০২১

'মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী'! সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র প্রয়াণে আবেগপ্রবণ ঋত্বিক

বংনিউজ২৪x৭ ডেস্কঃ বাংলা সাহিত্যে নক্ষত্র পতন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। রবিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চির নিদ্রায় আচ্ছন্ন হন সাহিত্যিক। শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি হন হাসপাতালে। শেষ রক্ষা আর হল না। অবশেষে পরলোক গমন করলেন সাহিত্যিক। তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি সাহিত্য জগতে।

তাঁর চলে যাওয়ায় আবগপ্রবন হলেন টলি পাড়ার অন্যতম সেরা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সাহিত্যিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখলেন “ মুহূর্তরা মুহুর্তের কাছে ঋণী”। ছবিটি এতটাই প্রানবন্ত যা দেখে আপ্লুত হন ভক্তরা। একজন ভক্ত লেখেন অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর মুহূর্ত গুলি শেয়ার করার জন্য। ছবিটিতে অবলিলায় হাসছেন ঋত্বিক এবং বুদ্ধদেব গুহ। ছবিটিতে যেন এই বিখ্যাত সাহিত্যিক আজও জিবন্ত।

https://www.facebook.com/ritwick.chakraborty.98/posts/2943882269184016

প্রসঙ্গত চলতি বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। তারপর অবশ্য করোনাকে জয় করে বাড়িও ফেরেন তিনি। তবে আবারও শ্বাসকষ্ট জনিত কারণে তাঁকে ভর্তি করা হয় হসপিটালে। তাঁর দেখাশোনার জন্য ছিল ডাক্তারদের চার সদস্যের দল। মূত্রনালিতেও সংক্রমণ ছড়িয়েছিল বলে জানান ডাক্তার।