শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

“মমতা দি মাটির মানুষ” বললেন "বাহা"! সবুজ শিবিরে যোগ দিলেন "ঝিলিক","লোকনাথ বাবা" খ্যাত তারকারা

০৪:১১ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০২১

“মমতা দি মাটির মানুষ” বললেন
বংনিউজ২৪x৭ ডেস্কঃ ২১ শে ভোটের আগে রাজ্য জুড়ে শুধু রঙ বদলের খেলা। কেও যোগ দিচ্ছে সবুজ শিবিরে আর কেও যোগ দিচ্ছে গেরুয়া শিবিরে। দলে যোগ দেওয়ার হিড়িক এর প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে সেলেব মহলে। বাংলা ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখগুলি এবার নিজেদের জীবনে আনছেন রাজনৈতিক রঙ। আজই তৃণমূল দলে যোগদান করলেন বাংলা টেলি ইন্ডাস্ট্রির কিছু পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন ইষ্টিকুটুম খ্যাত বাহা ওরফে রনিতা দাস। ঝিলিক খ্যাত শ্রীতমা ভট্টাচার্য, মহাপ্রভু শ্রীচৈতন্য' ও 'জয়বাবা লোকনাথ খ্যাত দিশা রায় চৌধুরী এবং জল নূপুর', 'জয়বাবা লোকনাথ' খ্যাত সৌপ্তিক চক্রবর্তী। আজই এই তারকারা হাতে তুলে নেন তৃনমূলের পতাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং যুব তৃণমূলের সভাপতি সোহম চক্রবর্তী। দোলা সেন বলেন এই তারকারা এতদিন যাবত অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের বিনোদিত করেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দলে যোগদান করে সাধারন মানুষের মন জয় করবেন। রাজনীতিতে যোগদানের ব্যপারে অভিনেত্রী শ্রীতমা বলেন কাজ করতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন তাকে দেখেছেন। তাছাড়াও তার বাবা সমাজসেবক হিসেবে কাজ করেছেন তাই তিনিও করতে চান। তবে তিনি মনে করেন মানুষের জন্য কাজ করা সহজ নয় কিন্তু তৃণমূল থেকে সেইকাজ করা কিছুটা সহজ। এদিকে ইষ্টিকুটুম খ্যাত বাহা ওরফে রনিতা দাস বলেন “ এতদিন টেলিভিশনে কাজ করে সকলের মন হয়তো জয় করেছি এবার দিদির সাথে কাজ করে মানুষের পাশে দাঁড়াতে চাই। তাছাড়াও আমাদের ভাবনা চিন্তা দেশের যুব সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতে চাই। দিদি আমাদের মাটির মানুষ।“ এছাড়াও সৌপ্তিক চক্রবর্তী বলেন “ রাজনীতিটা ইন্ডাস্ট্রি নয় এটি সামাজিক কাজ কর্মের স্থান। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবার দিদির সাথে থেকে সমাজের জন্য কাজ করতে চাই।“ https://www.facebook.com/AITCofficial/videos/3632018103578734