শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আধার কার্ড না থাকলে পাওয়া যাবে না এই ১০ টি গুরুত্বপূর্ণ পরিষেবা! কি কি ? জেনে নিন

০৪:৩৩ পিএম, সেপ্টেম্বর ৩, ২০২১

আধার কার্ড না থাকলে পাওয়া যাবে না এই ১০ টি গুরুত্বপূর্ণ পরিষেবা! কি কি ? জেনে নিন

বংনিউজ২৪x৭ ডেস্কঃ বর্তমানে উল্লেখযোগ্য ডকুম্যান্ট এর মধ্যে অন্যতম হল আধার কার্ড। সমস্ত ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় নথি হল আধার কার্ড। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনই কিছু নিয়ম আনা হয়েছে যেখানে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আসুন জেনে নেওয়া যাক এমন ১০ টি গুরুত্বপূর্ণ কাজ যেখানে আধার কার্ড ছাড়া কাজগুলি করা অসম্ভব।

ব্যঙ্কের নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে বর্তমানে আধার কার্ড বাধ্যতামূলক। পাশাপাশি পুরনো অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।

আয়কর রিটার্ন জমা দেওয়া। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকতেই হবে।

যে কোনও পরীক্ষায় ফর্ম ফিল আপ যেমন JEE, NEET তাছাড়াও চাকরির পরীক্ষার ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক।

পেনশন স্কিমে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড থাকতেই হবে।

তাছাড়াও যে কোনও প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে হলেও আধার লিঙ্ক খুবই জরুরি।

বর্তমানে গ্যাস বুক করতে হলেও আধার কার্ড থাকা বাধ্যতামূলক।

রেশন ব্যবস্থাতেও আধার কার্ড বাধ্যতামূলক। পুরনো অথবা নতুন সব ক্ষেত্রেই আধার লিঙ্ক জরুরি।

বিদেশে যেতে গেলে পাসপোর্ট প্রয়োজনীয়। আর পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতা মূলক।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক।

নতুন প্যান কার্ড তৈরির ক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজনীয়। নতুন প্যান কার্ড তৈরির ক্ষেত্রে মূল নথিই হল আধার কার্ড।