শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লকডাউনে গরীব মানুষের হাতে টাকা তুলে দিন! মোদিকে চিঠি অধীরের

১০:৪৮ পিএম, মে ১৬, ২০২১

লকডাউনে গরীব মানুষের হাতে টাকা তুলে দিন! মোদিকে চিঠি অধীরের

লকডাউনে কর্মহীন মানুষদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার পাশাপাশি মাসে ছয় হাজার টাকা করে তাদের হাতে তুলে দেওয়া হোক। রবিবার এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনটাই আবেদন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এদিন দেশজুড়ে লকডাউনে কাজ হারানো মানুষগুলোর সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

কিছুদিন আগেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী দাবি করেছেন, লকডাউনে কর্মহীন মানুষদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার পাশাপাশি মাসে ছয়হাজার টাকা তুলে দেওয়া হোক। এবার সেই একই আবেদন করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অধীর বাবু। একইসঙ্গে সরকার উদ্যোগ গ্রহণ করলে শুধু ওইসব পরিবারগুলিই উপকৃত হবে না, দেশের অর্থনীতিও লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে অধীর চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ আটকাতে লকডাউন চলছে। কঠিন পরিস্থিতির মুখে দেশের গরীব মানুষরা।সবথেকে বেশী প্রভাব পড়েছে দৈনিক মজুরীতে যারা কাজ করেন তাদের উপরেই। বর্তমান পরিস্থিতিতে দিন মজুররা কাজ হারিয়েছেন। এইসব মানুষজন এখন পরিবার নিয়ে গভীর সঙ্কটের মুখে। তাই তাদের সাহায্য করা হোক।

একইসঙ্গে তিনি আরও লেখেন, যেসব রাজ্যে লকডাউন চলছে সেইসব রাজ্যের যোগ্য গরীব পরিবারগুলির একাউন্টে সরাসরি এই টাকা ঢোকানো হোক। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে গরীব পরিবারগুলিই উপকৃত হবে না, দেশের অর্থনীতিও লাভবান হবে।

অন্যদিকে,কিছুদিন আগেই রাজ্যের করোনা টিকার জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা কোথায় গেলো, বলে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। এদিন ফের একবার করোনা টিকার জন্য বরাদ্দ ৩৫ হাজার কোট টাকা ব্যায়ে দেশে টিকাকরণের কাজ দ্রুত গতিতে করার দাবি তোলেন তিনি। পাশাপাশি, গ্রামীণ এলাকার দিকে করোনা পরীক্ষা করানোর দিকে জোর দেওয়ার জন্যেও প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন তিনি।