শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সল্টলেকে ১৬ ঘণ্টা পরে রইল করোনা আক্রান্তের মৃতদেহ!

০২:০২ পিএম, মে ৯, ২০২১

সল্টলেকে ১৬ ঘণ্টা পরে রইল করোনা আক্রান্তের মৃতদেহ!

ফের করোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে হয়রানি পরিবারের। প্রশাসনের সাহায্য না মেলায় ১৬ ঘণ্টা দেহ আগলে বসেছিলেন পরিজনরা। শেষমেষ ১৬ ঘন্টা পর মৃতদেহ নিয়ে গেল প্রশাসন।

সল্টলেক করুণাময়ীতে একটি আবাসনের বাসিন্দা বৃদ্ধ মহিলা গীতা কুমারি। করোনায় আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যায় বাড়িতেই মৃত্যু হয় তাঁর। এরপরেই পরিবারের অভিযোগ, ঘটনার কথা প্রশাসনকে জানানোর পরেও প্রায় ১৫ ঘন্টা কেটে যাওযার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এদিকে একই অভিযোগ করেছেন বাকি আবাসিকরাও।

তাদের আরো অভিযোগ, বিধাননগর পুরসভা থেকে শুরু করে একাধিক জায়গায় মৃতদেহ নিয়ে যাওয়ার কথা জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মৃত মহিলা যে করোনার আক্রান্ত তা তারা জানতেন না। পরে সেকথা জানতে পারায় সংক্রমণ ছড়ানোর ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা আবাসনের আবাসিকরা। এদিকে পরিবরের সকলেই করোনায় আক্রান্ত বলে অনুমান আবাসিকদের।

শনিবার সন্ধ্যে থেকে শেষ পর্যন্ত প্রায় ১৬ ঘন্টা পর রবিবার করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ নিয়ে গেল প্রশাসন। স্বভাবতই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আবাসিকরা।