বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

তৃণমূলের শ্লোগান কে হাতিয়ার করে ‘বেহালা তার ঘরের মেয়েকে চায়’! শ্লোগান দিয়েই প্রচারে শ্রাবন্তী

১১:৫৮ এএম, মার্চ ১৯, ২০২১

তৃণমূলের শ্লোগান কে হাতিয়ার করে ‘বেহালা তার ঘরের মেয়েকে চায়’! শ্লোগান দিয়েই প্রচারে শ্রাবন্তী

বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যের দৌড়গোড়ায় ২০২১ এর বিধানসভা ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে আসরে নেমে পড়েছে। তারসাথে গেরুয়া শিবিরও কয়েক দফায় প্রকাশ করেছে তাদের প্রার্থী তালিকা। আর এবারের প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক তারকা। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তিনি কোন বিধানসভার প্রার্থী হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে বিজেপির আরও এক দফার প্রার্থী তালিকা প্রকাশের পর এই জল্পনারও নিস্কৃতি মিলল। বেহালা পশ্চিম এর বিজেপি প্রার্থী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷

প্রসঙ্গত গতকাল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই জানা যায় বেহালা পশ্চিম থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এই খবর পাওয়া মাত্র তড়িঘড়ি প্রচারে নামেন শ্রাবন্তী। গতকাল সন্ধ্যাতেই তিনি স্থানীয় মন্দিরে পুজো দেন। আর তারপরই প্রচারে নামেন তিনি। তিনি জানান যে, তাঁর ইচ্ছা ছিল তিনি নিজের এলাকা বেহালাতে প্রার্থী হিসেবে দাঁড়াবেন। আর প্রার্থী তালিকা প্রকাশের পরই তিনি তৃণমূলের শ্লোগান কে হাতিয়ার করে ‘বেহালা তার ঘরের মেয়েকে চায়’! শ্লোগান দিয়েই প্রচার শুরু করেন শ্রাবন্তী। তিনি এদিন দেওয়াল লিখনের কাজেও যোগ দেন। এবং বেহালার উন্নয়ন করবেন বলেও জানান।

উল্লেখ্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন। আগামী ২৭ মার্চ থেকেই বাংলার শুরু হবে নির্বাচন। এবার বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে বেশকিছু নতুন তারকা। তারকাদের যোগদান কতটা প্রভাব ফেলবে নির্বাচনে তা সময় বলবে। কে হবে বাংলার শাসক? কে হাসবে শেষ হাসি তা শুধুমাত্র নির্বাচনের ফলাফলই বলবে। শেষমেশ কে বাংলার শাসকের স্থান দখল করবে তা দেখার জন্য অপেক্ষায় রাজনৈতিক মহল সহ জনগন।