বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

হাতি শাবককে উদ্ধার করে কাঁধে চড়িয়ে মায়ের কাছে ফেরালেন এই বনকর্মী! পুরোনো ভিডিও ফের ভাইরাল নেটদুনিয়ায়

০৪:০৪ পিএম, এপ্রিল ৭, ২০২১

হাতি শাবককে উদ্ধার করে কাঁধে চড়িয়ে মায়ের কাছে ফেরালেন এই বনকর্মী! পুরোনো ভিডিও ফের ভাইরাল নেটদুনিয়ায়

বছর তিনেক আগের কথা। ২০১৭ সালের ডিসেম্বরে একটি হাতি শাবক দুর্ঘটনাক্রমে খালে পড়ে গিয়েছিল৷ এরপর তাকে উদ্ধার করে, কাঁধে চড়িয়ে ফের তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এক বনকর্মী৷ ১০০ কেজি ওজনের হস্তি শাবকটিকে প্রায় ৫০ মিটার নিজের কাঁধে চড়িয়ে এনেছিলেন ওই বনকর্মী। সম্প্রতি নেটমাধ্যমে ফের ভাইরাল হয়েছে সেই পুরনো ভিডিওটি। যা দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও।

ভিডিওটি নেটমাধ্যমে শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা। সেখানে তিনি ক্যাপশনে বনকর্মীটিকে 'বাহুবলি' নামে ডেকেছেন। জানা গিয়েছে, তাঁর নাম পলানিচামি সরথকুমার। হস্তি শাবকটি খাদে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে কাঁধে তুলে নিয়ে আসেন তিনি। ফের মা হাতিটির কাছে ফিরিয়েও দেন শাবকটিকে।

[embed]https://twitter.com/susantananda3/status/1378721995764850699?s=20[/embed]

সেই পুরনো ভিডিওটি ফের ভাইরাল হতেই আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। এখনও অবধি ৮ হাজারের বেশি মানুষ তা দেখেও ফেলেছেন। পাশাপাশি শরথকুমারের এই মানবিক প্রচেষ্টাটির জন্য তাঁকে কুর্নিশ জানাতেও ভোলেননি নেটিজেনরা। তাঁর আগামীর মঙ্গলকামনায় শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন অনেকেই।