শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

প্যারালিম্পিক্সে সোনার পর এবার ব্রোঞ্জ জয়! অনন্য নজির গড়ে ইতিহাস সৃষ্টি অভনী লেখারার

০১:৩৫ পিএম, সেপ্টেম্বর ৩, ২০২১

প্যারালিম্পিক্সে সোনার পর এবার ব্রোঞ্জ জয়! অনন্য নজির গড়ে ইতিহাস সৃষ্টি অভনী লেখারার

টোকিও প্যারালিম্পিক্সে সাফল্যের তুঙ্গে ভারতীয় অ্যাথলিটরা। শুক্রবার সকালেই হাইজাম্পে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছিলেন প্রবীণ কুমার। এরপরই এল আরেক সুখবর! ৫০ মিটার রাইফেল থ্রিপি ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের 'সোনার মেয়ে' অভনী কুমার। এই নিয়ে প্যারালিম্পিক্সে জোড়া পদক জয়ের অনন্য নজির গড়লেন তিনি। ১৯ বছরের মেয়ের এমন কৃতিত্বে সৃষ্টি হল ইতিহাসও!

গত সোমবারই ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন অভনী৷ পাশাপাশি তাঁর গলায় ওঠে সোনার পদকও। এবার ৫০ মিটার রাইফেল থ্রিপিতেও দেশকে ব্রোঞ্জ এনে দিলেন অভনী। সেই সঙ্গে গড়লেন আরেক রেকর্ডও। অলিম্পিক্সই হোক বা প্যারালিম্পিক্স, প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে সোনা জয়ের নজিরের পাশাপাশি একই প্যারালিম্পিক্সের দুটি আলাদা ইভেন্ট থেকে পদক জয় একমাত্র অভনীরই। তাঁর সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেশবাসী। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে অজস্র শুভেচ্ছা বার্তায়।

https://twitter.com/DeepaAthlete/status/1433666278653267969?s=20

বলাই বাহুল্য, অভনীর ব্রোঞ্জ জেতার সঙ্গেই ভারতের পদক জয়ের তালিকাটা আরও দীর্ঘ হল। এখনও পর্যন্ত মোট ১২টি পদক এল দেশের ঝুলিতে। অভনীর অবশ্য আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে। শীঘ্রই ৫০ মিটার রাইফেলের মিক্সড ইভেন্টে নামবেন তিনি। সেই ইভেন্ট থেকে পদক পেলেই কেল্লাফতে! প্রথম ভারতীয় হিসেবে একই প্যারালিম্পিক্সে তিনটি পদকের মালিক হবেন তিনি। আবারও নাম লেখাবেন ইতিহাসে। তাই 'সোনার মেয়ে'কে ঘিরে ফের আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ।