বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

করোনা আবহে মাথায় হাত মধ্যবিত্তের! ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!

০৪:১৩ পিএম, মে ১০, ২০২১

করোনা আবহে মাথায় হাত মধ্যবিত্তের! ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!

দেশে ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। চলতি বছরের নির্বাচন পর্ব শেষ। ফলাফলও বেরিয়ে গিয়েছে। তারপর থেকেই দফায় দফায় বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আজ বাজারে পেট্রোলের দাম বাড়ল ২৬ পয়সা। ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা। করোনা আবহের মধ্যে পেট্রোপণ্যের এহেন মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।

পেট্রোলের নতুন দান লিটার পিছু ৯১.৬৬ টাকা। ডিজেলের নতুন দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু ৮৪.৯০ টাকা। দিল্লিতেও পেট্রলের দাম বেড়েছে ২৬ পয়সা। লিটার প্রতি দাম গিয়ে দাঁড়াল ৯১.৫৩ টাকায়। ডিজেলের দাম ৮১.৭৩ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮২.০৬ টাকা। অন্যদিকে, মুম্বইতেও পেট্রোল-ডিজেলের দাম বেশ ঊর্ধ্বমুখী। যা ছুঁতে চলেছে সেঞ্চুরি। সেখানে লিটার পিছু পেট্রোলের দাম ৯৭.৮৬ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ৮৯.১৭ টাকা।

একেই দেশ জুড়ে চলছে আংশিক লকডাউন। ফলে অত্যন্ত অসুবিধায় পড়েছেন দেশের সাধারণ মানুষ। রোজগারের দশাও বেহাল। এর মধ্যে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে অন্যান্য জিনিসপত্রেরও দাম বাড়তে চলেছে। ফলে চিন্তায় মাথায় হাত পড়েছে আমজনতা।