শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

“এই পরিবার এখন আমার”, উত্তরাখণ্ডে তুষার ধসে প্রান হারানো ব্যক্তির পরিবারের পাশে সনু সুদ

০৩:১৯ পিএম, ফেব্রুয়ারি ২০, ২০২১

“এই পরিবার এখন আমার”, উত্তরাখণ্ডে তুষার ধসে প্রান হারানো ব্যক্তির পরিবারের পাশে সনু সুদ
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ "মানুষ মানুষের স্বার্থে" এই উক্তিটি প্রমাণ করে দেখিয়েছেন সনু সুদ। সেই লকডাউন থেকে শুরু তার কাজ যা আজও লাগামহীন ভাবে চলছে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া থেকে মানুষের পাশে দাড়ানো শুরু সনুর আর বর্তমানে শুধু একটা টুইট সনু সুদ পৌঁছে যাচ্ছে সেই ব্যক্তির দুঃখ কিছুটা কম করার জন্য। যে কোনো কিছু সাহায্যের জন্য সনু সুদকে জানালেই তিনি তার সাধ্য মতো তাকে সাহায্য করছেন। লকডাউন আবহে কয়েক হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি নিয়ে এসেছেন সোনু সুদ। তাই খেটে খাওয়া মানুষের অবস্থার কথা জানেন সোনু সুদ। দেশের কৃষকদের পাশেও এই সময় দাঁড়ান সোনু সুদ। মানুষের পাশে থাকার দীক্ষাটা আজও সনু সুদ এগিয়ে নিয়ে চলেছেন। কিছুদিন আগেই উত্তরাখণ্ডে ঘটে ভয়াবহ তুষার ধস। বহু মানুষ প্রান হারান এবং গৃহহীন হন প্রকৃতির এই তাণ্ডব লীলায়। তাদের মধ্যেই এক অসহায় পরিবার হল আলাম সিং পুন্ডির পরিবার। তুষার ধসে প্রান হারান ৪৫ বছরের এই আলাম সিং। পরিবারের মুখ্য বলতে তিনিই ছিলেন। পরিবারে আছে স্ত্রী সহ চারটি সন্তান। আলাম পেশায় ইলেক্ট্রিশিয়ান। ওই দুর্ঘটনার দিন তেহরি জেলায় কাজ করছিলেন আলাম এবং তারপর তুষার ধসের কারনে তার প্রান হারায়। এই সংবাদ সনু সুদের কানে পৌঁছতেই তিনি বাড়িয়ে দেন সাহায্যের হাত। টুইটারে সেই পরিবারের একটি ছবি পোস্ট করে লেখেন “ ইয়ে পরিবার আব হামারা হ্যায়” অর্থাৎ এই পরিবার এখন সনু সুদের। https://twitter.com/SonuSood/status/1362620319396061187