শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

Airtel ,Vi নাকি Jio, কোথায় লাভ কতটা, ২৮ দিনের রিচার্জ প্ল্যানে কোনটা সস্তা? রইল তালিকা

০৬:৩৮ পিএম, নভেম্বর ২৫, ২০২১

Airtel ,Vi নাকি Jio, কোথায় লাভ কতটা, ২৮ দিনের রিচার্জ প্ল্যানে কোনটা সস্তা? রইল তালিকা

দেশের টেলিকম বাজারে অন্যতম সেরা তিনটি নেটওয়ার্ক সংস্থা হল Airtel, Vi এবং Jio। তিনটি নেটওয়ার্ক সংস্থার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। সম্প্রতি আবার এয়ারটেল vi ট্যারিফ রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে জিও এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয় নি। তাই এখনও পর্যন্ত জিওর কোনও প্ল্যানের দাম সেইভাবে বাড়েনি। আসুন জেনে নেওয়া যাক সস্তার নিরিখে কে কাকে দিচ্ছে টেক্কা।

এয়ারটেল এবং ভোডাফোনের রিচার্জ প্ল্যান বর্তমানে হয়েছে আকাশ ছোঁয়া। এই দুই সংস্থার রিচার্জ প্ল্যান শুরুই হচ্ছে ৯৯ টাকা দিয়ে। সমস্ত প্ল্যান গুলির মূল্য বেড়ে যাচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ হারে। রেট বৃদ্ধির পর এয়ারটেলের দাম বৃদ্ধি হয়েছে ৯৯, ১৭৯, ২৬৫, ২৯৯ এবং ৩৫৯ টাকা। আর রেট বৃদ্ধির পর ভোডাফোনের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি হয়েছে ৯৯, ১৭৯, ২৬৯, ২৯৯ এবং ৩৫৯ টাকা।

সেদিকে Jio-র ২৮ দিনের সেসকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলি হল ১৯৯, ২৪৯ এবং ৩৪৯ টাকা। তাহলে সস্তার নিরিখে এখনও এগিয়ে আছে জিও। এয়ারটেল এবং ভোডাফোনের এই প্ল্যানে ক গ্রাহকদের বর্তমানে কি সিদ্ধান্ত হতে চলেছে সেটিই এখন দেখার।