শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

স্ত্রী কে হত্যার অভিযোগ উঠলো দ্বিতীয় স্বামির বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত স্বামী

০৫:১৮ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০২১

স্ত্রী কে হত্যার অভিযোগ উঠলো দ্বিতীয় স্বামির বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত স্বামী
নিজস্ব প্রতিবেদনঃমালদা এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো মালদা। বধূকে হত্যার অভিযোগ উঠলো তার দ্বিতীয় স্বামির বিরুদ্ধে। শুক্রবার সকালে ওই বধূর গলাকাটা দ্বিখন্ডিত দেহ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে। এলাকার মানুষ খবর দিলে ছুটে আসে রেল পুলিশ। দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয় পরীক্ষার জন্য। ঘটনার পর থেকে অভিযুক্ত দ্বিতীয় স্বামী নিখোঁজ। মৃত বধুর প্রাণহীন দেহ পাওয়া যায় ইংলিশবাজার শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন রেল লাইনের ধার থেকে। পুলিশি সূত্রের খবর, মৃত বধূর নাম আল্পনা মন্ডল(৪৪)। বছর তিনেক আগে আল্পনা পালিয়ে দ্বিতীয় বিয়ে করে। অভিযুক্ত দ্বিতীয় স্বামীর নাম বিপ্লব পাল। সে পেশায় টোটোচালক। শহররের কৃষ্ণপল্লী এলাকায় বিপ্লবের বাড়ি। মৃত বধুর প্রথম স্বামীর নাম অরুণ সিংহ। তিনি নারায়নপুরে গ্যাস ফ্যাক্টরিতে কাজ করেন। পুরাতন মালদার স্কুলপাড়া এলাকায় ভাড়া থাকেন তিনি। তাঁর দুই ছেলে। মৃত আল্পনার প্রথম পক্ষের ছোট ছেলে বিপ্লবকুমার সিংহ অভিযোগ করে বলেন, ‘আমার মাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই ঘটনায় চিত্তরঞ্জন বাজারের এক দোকানের মালিকও যুক্ত রয়েছে। ওই দোকানে মা কাজ করত এক সময়। ওই মালিকের কথামতো দ্বিতীয় বিয়ে করে মা। আমরা অভিযুক্তদের যথাযথ শাস্তি চাই।’