শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঝড়-বৃষ্টি সামান্য কমতেই ডায়মন্ড হারবারে ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! দূর্যোগের মধ্যেই ঘুরলেন ত্রাণ শিবির

০৮:০৫ পিএম, মে ২৬, ২০২১

ঝড়-বৃষ্টি সামান্য কমতেই ডায়মন্ড হারবারে ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! দূর্যোগের মধ্যেই ঘুরলেন ত্রাণ শিবির

ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় দিন-রাত এক করে নবান্নতে বসে কড়া নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, দূর্যোগের মধ্যে চুপচাপ বসে নেই ভাইপো তথা দলের মুখ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার ঝড়-বৃষ্টি সামান্য কমতেই রাজ্যের মানুষের খোঁজ খবর নিতে রাস্তায় নামলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক। দূর্যোগের মধ্যেই নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে ঘুরে দেখলেন ত্রাণ শিবির।

ডায়মন্ড হারবারে পৌঁছে ত্রাণ শিবিরে গিয়ে এলাকাবাসীর খোঁজ নিলেন অভিষেক৷ পাশাপাশি সেখানে ঘুরে ঘুরে প্রত্যেকের সুবিধা অসুবিধার কথাও শুনলেন। সব শুনে অভিষেকের আশ্বাস, "সরকার আপনাদের পাশেই রয়েছে। চিন্তা করবেন না। সরকার সব ব্যবস্থা করবে।" অবশ্য এর আগেও ইয়াস মোকাবিলার প্রস্তুতি দেখতে পথে নেমেছিলেন যুব সাংসদ। ফের তাঁকে দেখা গেল একই ভূমিকায়।

উল্লেখ্য, ইয়াসের দাপটে কার্যত বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বুধবার বাঁধ ভেঙে দিনভর জল ঢুকেছে এলাকায়। সঙ্গে প্রবল বৃষ্টি। এই কারণে আগাম ব্যবস্থা নিয়ে ত্রাণ শিবিরের আয়োজন করেছে রাজ্য সরকার। সেখানেই রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা। আগামী বেশ কিছুদিন সেখানেই থাকবেন ঘরছাড়া মানুষগুলি। তাঁদের দূর্দশা কথা খুঁটিয়ে জানতেই সেখানে হাজির হয়েছিলেন অভিষেক।

বিপদের সময়ে অভিষেকের মানুষের পাশের থাকাতে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের ওয়াকিবহালের একাংশ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন ঘূর্ণিঝড়ের সময় সকল বিধায়ক যেন নিজের নিজের বিধানসভা কেন্দ্রে থাকেন। সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করলেন অভিষেক। ছুটে গিয়ে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাসও জানালেন। তৃণমূলের জননেতার এহেন ভূমিকা দেখে এলাকাবাসীও যে বেশ খুশি এ কথা বলাই বাহুল্য!