বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে বৈঠক ডাকলেন অমিত শাহ

০৮:৫৯ এএম, অক্টোবর ৬, ২০২১

পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে বৈঠক ডাকলেন অমিত শাহ

বেশ কিছুদিন ধরেই গোর্খাদের একাধিক সমস্যায় জর্জরিত রয়েছে দার্জিলিং। এবার সেই সমস্যা মেটাতে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে আগামী ১২ অক্টোবর এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ আমন্ত্রণ জানানো হয়েছে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, জিএনএলএফের সভাপতি মন ঘিসিংকে।

সূত্রের খবর, নির্বাচনী ইস্তেহারে পাহাড় নিয়ে যা উল্লেখ করেছিল বিজেপি, সেইসব নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে।আগামী ১২ অক্টোবর দিল্লির নর্থ ব্লকে বিকেল চারটেয় বৈঠক ডাকা হয়েছে। এই নিয়ে চিঠিও এসে পৌঁছেছে। গোর্খাদের সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে চিঠিতে উল্লেখ করা রয়েছে। পাহাড়ের পাশাপাশি বৈঠকে আমন্ত্রণ ডুয়ার্সের প্রতিনিধিকেও। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়েই আলোচনা হবে।

গোর্খাদের প্রধান দাবি হল পৃথক রাজ্য গোর্খাল্যাণ্ড গঠন করতে হবে। একই দাবি গুরুং শিবিরেরও। তাই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়েই দিল্লি আলোচনা হবে। যদিও জিএনএলএফ শিবির সরাসরি গোর্খাল্যাণ্ড প্রসঙ্গ না টানলেও পাহাড়ের স্থায়ী সমাধানের সুরাহা মিলবে বলে দাবী করেছেন। তবে এই বৈঠক দ্বিপাক্ষিক নাকি ত্রিপাক্ষিক, তা নিয়ে অবশ্য কিছুই পরিষ্কার হয়নি।

এদিকে, এই বৈঠকে এখনও বিমল গুরুং, অনীত থাপাদের থাকার বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি আমন্ত্রণ পত্রওপাঠানো হয়নি তাঁদের। আমন্ত্রণ পায়নি অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও।