শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আজ স্বরাষ্ট্র মন্ত্রী ভোজ সারবেন রাজবংশীয় ধর্মগুরুর বাড়িতে

০৮:৩৩ এএম, ফেব্রুয়ারি ১১, ২০২১

আজ স্বরাষ্ট্র মন্ত্রী ভোজ সারবেন রাজবংশীয় ধর্মগুরুর বাড়িতে
আজ রাজ্যে আসছেন অমিত শাহ। এতদিন আদিবাসী ঘরে, বাউল দ্বারে পাত পড়েছে অমিত শাহর। এবার পাখির চোখ রাজবংশী ভোট, তাই শাহ প্রথমেই যাচ্ছেন রাজবংশীয় ধর্মগুরু অন্তত মহারাজের বাড়ি। প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজ সেখানেই সারবেন তিনি। মাঝে সেরে নেবেন গুরুত্বপূর্ণ বৈঠক। স্বাভাবিক ভাবেই প্রশ্ন, কী খাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর খাওয়াদাওয়ার দায়িত্ব এবার এসে পড়েছে অনন্ত পত্নী সাবিত্রী রাইয়ের ওপর। শুরু হয়ে গিয়েছে তোরজোর, একেবারে চালু রাজবংশী খাবারই খাবেন শাহ। সকালে শাহের পাতে উঠবে চালের পিঠে এবং নারকোলের লাড্ডু। বেলা গড়ালে মধ্যাহ্নভোজও ছিমছাম। ভাত, ডাল, পটলভাজা, পনির, চাটনি, দই মিষ্টি খাবেন অমিত শাহ। এর আগে মেদিনীপুরে আদিবাসী পরিবারে, শান্তিনিকেতনে বাসুদেব বাউলের বাড়িতেও ভোজ সেরেছেন অমিত শাহ। কোচবিহার পিপলস পার্টির। কোচবিহার লোকসভা কেন্দ্র একটি বড় অংশের ভোট রয়েছে রাজবংশীদের। তাঁদেরই সংগঠন কোচবিহার পিপলস পার্টি বিজেপির শরিক। তাই কোচবিহারের পরিবর্তন যাত্রা সূচনার অন্যতম কারণ এই রাজবংশী ভোট। সেই ভোটকে পাখির চোখ করেই বৃহস্পতিবার কোচবিহারে পা রাখছেন অমিত শাহ।