
বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যের দৌড়গোড়ায় ২০২১ এর বিধানসভা ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে। আর তাই এক সপ্তাহের মধ্যে আবারও রাজ্য সফরে হাজির হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতেই তিনি কলকাতা পৌঁছেছেন।
তারপর গতকাল সকালে তিনি প্রথমে বিএসএফ আধিকারিকদের সঙ্গে নিউটাউনের হোটেলে বৈঠক করেন। তারপর সেখান থেকে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে পৌঁছান। সেখানে স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানিয়ে আরতি করেন। এরপর গঙ্গাসাগর যান, সেখানে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রওনা দেন দক্ষিন ২৪ পরগনা জেলার নামখানার উদ্দেশ্য। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন সভায় যোগ দেন তিনি। নামখানায় সভা করে এক উদ্বাস্তু পরিবারে দুপুরের আহার সাড়েন ও তারপর সেখান থেকে কাকদ্বীপে শ্মশান কালীর পুজো দিয়ে রোড শো করেন কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত। তারপর তিনি গতকালই ফিরে আসেন কলকাতায়।
Paying tributes to our great revolutionaries of West Bengal at the iconic National Library, Kolkata. Watch live! https://t.co/Hz2EL5KvOh
— Amit Shah (@AmitShah) February 19, 2021
অন্যদিকে আজ জাতীয় গ্রন্থাগারে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। আজ এই অনুষ্ঠানে অমিত শাহ স্মরণ করেন স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান। তিনি বলেন, নেতাজির অবদান ভুলিএ দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে। তবে তা কখনই ভোলা যাবে না। কেন্দ্র তাই নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন করেছে। এছাড়া আজকের অনুষ্ঠানে তিনি শহিদ ক্ষুদিরাম ও ঋষি অরবিন্দ এর কথাও স্মরণ করেছেন। তাদের বলা বানী তুলে ধরেছেন।