1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

চলতি মাসেই ছুটবে ১০০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন

০৮:৫১ এএম, মার্চ ৯, ২০২১

গত বছর লক ডাউন শুরু হতেই বন্ধ হয়ে ছিল ট্রেনের চাকা। তবে এবার আগামী ১০ দিনের মধ্যেই সব প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর এমনটাই। জানা গেছে, আগের সময়েই চলবে এই প্যাসেঞ্জার ট্রেন গুলো। উল্লেখ্য , করোনা ও লক ডাউনের সময় ৪৫ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চলেছে সর্ব সাকুল্যে। সেই সংখ্যা এবার ১০০ শতাংশ হতে চলেছে।

পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া, শিয়ালদহ , আসানসোল ও মালদহ ডিভিশনে ৩০০টির মতো প্যাসেঞ্জার ট্রেন চলে। এখন তার মধ্যে আনলক পর্বে ১৩০ টি চলছে। তবে এবার ধীরে ধীরে বাকি ১৭০ টি ট্রেন ও চালু করার লক্ষ্যে এগোচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

শিয়ালদহ–লালগোলা, আসানসোল–বর্ধমান, আসানসোল–সাঁইথিয়া, আসানসোল–যোশিডি, বর্ধমান–রামপুরহাট, রামপুরহাট–বারহারোয়া, আজিমগঞ্জ–কাটোয়া, আজিমগঞ্জ–বারহারোয়া, নবদ্বীপ–মালদহ, বর্ধমান–সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ–তিনপাহাড় এই শাখা গুলিতে ট্রেনের সংখ্যা বাড়বে বলে জানানো হয়েছে।

তবে পূর্ব রেলে প্যাসেঞ্জার ট্রেন বাড়লেও দক্ষিণ পূর্ব রেলে এখনই বাড়ছে না সেই সংখ্যা। জানা গেছে, এই ক্ষেত্রে এখনও পুরোপুরি অনুমতি মেলেনি।