1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ভোট ঘোষণা হতেই নবান্নে চালু আদর্শ নির্বাচনী আচরণবিধির বিশেষ শাখা

০৮:৩৯ এএম, ফেব্রুয়ারি ২৭, ২০২১

ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে শুক্রবার বিকেল থেকে রাজ্যে চালু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণবিধি।

আদর্শ নির্বাচনী আচরণবিধি চালুর জন্য রাজ্যের সব জেলাশাসক ও এসপি-কে নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই সময় থেকে সমস্ত রাজনৈতিক কর্মসূচি তদারকি করা হবে। পাশাপাশি আগামিকাল থেকে বেড়ে যাবে প্রচারের তেজও। যে পাঁচ রাজ্যে ভোট হবে, এখন থেকে নয়া মন্ত্রিসভা তৈরি না হওয়া পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা যাবে না।

সূত্রের খবর, নবান্ন-তে যে বিশেষ শাখা খোলা হল, সেটির দায়িত্বে থাকবেন বাছাই ও কর্মনিষ্ঠ কিছু সরকারি অফিসার। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের মধ্যে তাঁরা যোগসূত্র রক্ষা করবেন। যাতে কোনও পরিস্থিতিতে ভুল বোঝাবুঝির অবস্থা না হয়। বিশেষ করে, এই শাখার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনী কোথায়, কখন, কেন ও কতটা পাঠানো হচ্ছে, তার একটা সুষ্পষ্ট ধারণা প্রশাসনের বিভিন্ন স্তরে দেওয়া সম্ভব।