1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

পুজোতেও কি বাংলাতে থাকবে বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর?

০৯:১১ পিএম, অক্টোবর ৬, ২০২১

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একটানা বৃষ্টি এবং নিম্নচাপের ভ্রূকুটির পর, খানিক স্বস্তি মিলেছিল। তবে, রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি চলছিল। এদিকে একটানা বৃষ্টি এবং ডিভিসি'র জল ছাড়ার কারণে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে পুজোতেও ছিল বৃষ্টির আশঙ্কা। আগেই সেই কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

এবার সেই আশঙ্কাতেই সিলমোহর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এবারে দুর্গা পুজোতেও বৃষ্টি থেকে মিলছে না রেহাই বাংলার মানুষের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়াই মোটের উপরে ভাল থাকবে৷

তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে৷’ অষ্টমী, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও।

আবার উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবরও শুনিয়েছে হাওয়া অফিস৷ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, পুজোর কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর ভালই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গে চলতি মাসের ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত আবহাওয়া ভালো থাকতে পারে। জানা গিয়েছে, আন্দামানের উপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে৷ সেটি ধীরে ধীরে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে এগোবে৷ তার জেরেই পুজোর মধ্যেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷