1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সাবধান! বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে এই মারাত্বক ভুলগুলি করবেন না

১০:০৬ পিএম, মার্চ ৩, ২০২১

বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলি জেনে নিন। গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রবার পাইপ টি থাকে তাতে বিএসটিআই ছাপ যেন অবশ্যই থাকত দেখে নেবেন।

এর সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে যে পাইপটি যেনো এক থেকে দেড় ফুটের বেশি লম্বা না হয়। রেগুলেটরের নজেল টিতে পাইপটি যেন ভালো করে ঢাকা থাকে সে বিষয়ে সচেতন হন। পাইপটি যেন গরম বার্নারের সংস্পর্শে না আসে। দুই বছর পরপর পাইপটি বদলাতে থাকবেন অবশ্যই।

পরিষ্কার রাখতে পাইপটিকে কোনো কাপড় দিয়ে মুড়ে রাখবেন না। পারলে জল দিয়ে নিয়মিত পরিষ্কার করুন। গ্যাস লিক হয়ে বেরোচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনো ইলেকট্রিক জিনিস চালু করবেন না। রেগুলেটর অফ করে দরজা জানলা সব খুলে দেবেন।

যদি কোনোভাবেই গ্যাস বেরনো বন্ধ না হয় তাহলে তাড়াতাড়ি গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে খবর দিন এবং রেগুলেটরের মুখে সেফটি ক্যাপ পরিয়ে দিন। খালি সিলিন্ডার থেকে রেগুলেটর খোকার সময় আশপাশে আগুন রাখবেন না। সহজেই গরম হবে এমন জায়গায় সিলিন্ডার না রাখাই ভালো।