1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

টেস্টে কোহলিকে আউট করেছেন ৭ বার! তবুও ভারত অধিনায়কের প্রতি অসম্ভব শ্রদ্ধা অ্যান্ডারসনের

০৭:৫৪ পিএম, আগস্ট ২৬, ২০২১

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির অন্যতম ত্রাস ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন। টেস্টে মোট ৭ বার অ্যান্ডারসনের শিকার কোহলি। এমনকি চলতি ভারত-ইংল্যান্ড সিরিজেও ভারত অধিনায়ককে দু-দু'বার আউট করেছেন জিমি। অস্ট্রেলিয়ার নাথান লিঁয়-র পর অ্যান্ডারসনই দ্বিতীয় বোলার যার হাতে টেস্টে এতবার নিজের উইকেট খুঁইয়েছেন বিরাট।

[caption id="attachment_28648" align="alignnone" width="1024"]টেস্টে কোহলিকে আউট করেছেন ৭ বার! তবুও ভারত অধিনায়কের প্রতি অসম্ভব শ্রদ্ধা অ্যান্ডারসনের / Image Source: Twitter টেস্টে কোহলিকে আউট করেছেন ৭ বার! তবুও ভারত অধিনায়কের প্রতি অসম্ভব শ্রদ্ধা অ্যান্ডারসনের / Image Source: Twitter[/caption]

তবে ভারতের অধিনায়ক তথা অন্যতম তারকা ব্যাটসম্যানকে আউট করার পরও কিন্তু বিরাটের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল অ্যান্ডারসন। কোহলিকে বেশ শ্রদ্ধার নজরেই দেখেন এই ব্রিটিশ তারকা বোলার। সম্প্রতি তাঁর কথায় পাওয়া গেল তার-ই ঝলক। তৃতীয় টেস্টের প্রথম দিন বিরাটকে ৭ সাতে আউট করে প্যাভিলিয়নে ফেরান অ্যান্ডারসন। ম্যাচ শেষে তিনি বলেন, "বিরাটের উইকেট সবসময়ই স্পেশ্যাল। শেষ কয়েক বছর ধরেই আমার আর ওঁর মধ্যে লড়াই চলছে। আসলে কোহলি এমন একজন ব্যাটসম্যান যাঁকে সবাই আটকে রাখতে চাইবে। কারণ, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ও একবার ভালো খেলতে শুরু করলেই পরে বিধ্বংসী হয়ে উঠবে।"

[caption id="attachment_28649" align="alignnone" width="970"]টেস্টে কোহলিকে আউট করেছেন ৭ বার! তবুও ভারত অধিনায়কের প্রতি অসম্ভব শ্রদ্ধা অ্যান্ডারসনের / Image Source: Twitter টেস্টে কোহলিকে আউট করেছেন ৭ বার! তবুও ভারত অধিনায়কের প্রতি অসম্ভব শ্রদ্ধা অ্যান্ডারসনের / Image Source: Twitter[/caption]

যদিও ইদানীংকালে আগের সেই বিধ্বংসী ফর্মের আশেপাশেও দেখা যাচ্ছে না ভারত অধিনায়ককে। ইংল্যান্ডে শেষ চার ইনিংসে বিরাটের স্কোর ০, ২০, ৪২ ও ৭। ২০২০ সালের শুরু থেকে শেষ দশটি টেস্টে তাঁর গড় পঁচিশেরও কম। শেষ সেঞ্চুরি ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের দিন-রাত্রির টেস্টে। তারপর থেকে শতরান তো অধরা বটেই, সেই সঙ্গে ব্যাটে বড় রান আসতেও ব্যর্থ। টানা দীর্ঘদিন ধরেই তাঁর ব্যাটে চলছে রানের খরা। বিরাটের সাম্প্রতিক ফর্ম নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছে তামাম ক্রিকেট বিশ্ব।