1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

করোনার থাবা মুকুল রায়ের পরিবারে, রয়েছেন হোম আইসোলেশনে

০৯:০২ এএম, মে ১৪, ২০২১

এবার করোনা থাবা বসালো মুকুল রায়ের পরিবারে। সস্ত্রীক আক্রান্ত হলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে মুকুল রায়ের স্ত্রীর। রাজ্যে ফের করোনা সংক্রমনের বার বাড়ন্ত হতেই আক্রান্ত হচ্ছেন একের পর এক নেতা মন্ত্রী। ভোটের সময় যেভাবে তারা প্রচার সেরেছেন তাতে তাদের আক্রান্ত হওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পাঠ শেষ হতেই করোনা সংক্রমণ ধরা পড়ল এককালীন তৃণমূলের চানক্য এর পরিবারে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই উপসর্গ ছিল মুকুল রায়ের। এর পরেই তাঁরা পরীক্ষা করেন। সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন মুকুল রায়। তবে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা সামান্য খারাপ হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মুকুল রায়কে। বাইপাসের ধারের একটি হাসপাতালে অস্ত্রোপচারও হয় তাঁর। গল ব্লাডার অপারেশন করাতে হয়েছিল তাঁকে।