1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রুজিরাকে সিবিআই জেরা নিয়ে কটাক্ষ সুজন-দিলীপের

০৮:৫০ পিএম, ফেব্রুয়ারি ২৩, ২০২১

রুজিরাকে জেরায় বেনিয়মের তথ্য তদন্তকারীরা পেয়েছেন, দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের তদন্তে আধিকারিকরা যে তুষ্ট নন, সে কথা পরোক্ষে জানিয়েছেন। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “দুর্নীতির বিষয়ে সন্দেহ হয়েছে সিবিআইয়ের। তাই তাদের দায়িত্ব পরিষ্কার করে বুঝিয়ে আসা"। এদিকে, সিপিএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এদিন টুইটে লেখেন, “খেলা জমেছে বেশ! গতকাল সিবিআই হানা দেবার পর, ভাইপো-বৌ বাড়ী ঢুকলেন।। আজ, মাননীয়া দেখা দিয়ে বেড়িয়ে যাবার পর সিবিআই ঢুকলো।। পাচারে অভিযুক্তদের সাথে মাননীয়ার শলাপরামর্শ কি বিষয়ে? প্রকাশিত হোক"। https://twitter.com/Sujan_Speak/status/1364154346003292167 https://twitter.com/Sujan_Speak/status/1364226926978637826 প্রসঙ্গত,রুজিরা অসহযোগিতা করায় এবার আইনি পথে হাটতে চলেছে সিবিআই। জেরার সহযোগিতা চেয়ে আসানসোল কোর্টের দারস্ত হতে পারে সিবিআই এমনটাই সূত্র মারফত খবর। রুজিরার নাগরিকত্ব নিয়েও প্রশ্নের সমাধান মেলেনি আজ জেরায়। তাই থাইল্যান্ডের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সেই প্রশ্নের উত্তর খুঁজতে পারে বলেই সিবিআই সূত্রে খবর।