1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শসার শরবতের উপকারীতা গুলো জানেন কি! জেনে নিন এখনই

১১:২৬ পিএম, মে ২৫, ২০২১

ফল খাওয়া খুবই উপকারী। কিন্তু অনেক মানুষ আছেন যারা ফল খেতে একদমই ভালবাসেন না। কারণ বহু ফলের স্বাদ তাঁদের ভাল লাগে না। এই ফলের নাম বললে সবার উপরেই আসবে শসার নাম ।

শসার জলীয় অংশের জন্য অনেকেই এই ফলটি খেতে পছন্দ করেন না। যদিও সকলেই জানেন যে, শসা হজমে সাহায্য করে। এছাড়াও শরীরে জলের অভাব দূর করে। কিন্তু শসা ভাল না লাগলেও শসার বদলে শসার শরবত খেতে পারেন। অনেকের মতে, তাতে উপকারও অনেক বেশি পাওয়া যায়।

শসার শরবত বা জুস কী কী উপকারে লাগে: শসার শরবত, জুস বা রস খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। ত্বক নমনীয় হয়ে উঠবে। শরীর টক্সিন-মুক্ত বা দূষণমুক্ত করতে এই জুসের কোনও বিকল্প নেই।

শসার মধ্যে অল্প পরিমাণে সিলিকার উপাদান উপস্থিত থাকে। এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। কাঁচা শসার বদলে শসার শরবত বা জুস এই উপকারগুলি করতে পারে। রোজ ২-৩ গ্লাস এই শরবত অনায়াসেই খেতে পারেন যে কেউ।