1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দুর্গা পুজোর পঞ্চমীর সন্ধ্যায় শহরে চলল গুলি! তদন্ত শুরু করেছে পুলিশ

০৯:১৫ পিএম, অক্টোবর ১০, ২০২১

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ শুরু হয়ে গেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। উৎসবে মেতেছে মানুষ। এদিকে এই উৎসবমুখর কলকাতায় আজ সন্ধের সময় চলল গুলি। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খোঁজ এখনও পর্যন্ত নেই। তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চমীর সন্ধেয় মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে বাস্কেট বল প্রশিক্ষণকেন্দ্রে গুলির শব্দ শোনা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেড রোডের ওই বাস্কেট বল প্রশিক্ষণ কেন্দ্রে কোচিং করাচ্ছিলেন মহম্মদ সাজিদ। তাঁর কাছে দু'জন বাইকে করে এসে বাস্কেট বল প্রশিক্ষণ নিতে চান। সাজিদের দাবি, কথাবার্তা চলার সময় শূন্যে গুলি চালায় অপরিচিত ওই দুই ব্যক্তি। উল্লেখ্য, মহম্মদ সাজিদ পার্ক সার্কাসের বাসিন্দা। ফ্রিডম অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেন। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সাজিদকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। প্রশ্ন উঠছে, কেন কেউ বিনা কারণে গুলি চালাবে? সাজিদকে জেরা করে এই গুলি চালানোর কারণ জানার চেষ্টা চলছে। অন্যদিকে, ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।