1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কোন পথে গেলে কোন পুজো দেখা সহজ হবে? গাইড ম্যাপ প্রকাশ লালবাজারের

০৯:৫৮ পিএম, অক্টোবর ৮, ২০২১

পুজোতে চেনা শহরই হয়ে ওঠে অচেনা। তাই বহু পরিচিত রাস্তাও চিনে ওঠা যায়না সহজে। সেই কারণেই কোন পথে কোন মণ্ডপে যাওয়া সহজ হবে তাই নিয়ে প্রতি বছরই গাইডলাইন প্রকাশ করে লালবাজার। এবারেও শুক্রবার সেই গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশের সদর দফতর। এদিন কলকাতার নগরপাল সৌমেন মিত্র এই গাইড ম্যাপ প্রকাশ করেন।

এদিন সৌমেন মিত্র জানান, 'গত এক বছরে দুর্ঘটনা রোখা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, সবেতেই সার্বিক উন্নতি হয়েছে। এ বছর পুজোয় পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় পুজোতে যেসব বিধি মানার কথা বলা হয়েছে তা সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেদিকে কড়া নজর থাকবে। শহরের সমস্ত পুজো মণ্ডপের তথ্য থাকবে গাইড ম্যাপে।'

করোনা আবহে পুজোর জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছে হাইকোর্ট। কি কি নিয়ম মানতে হবে সেই সংক্রান্ত গাইডলাইনও প্রকাশ করেছে রাজ্য সরকার। কোভিডবিধি মনে সাধারণ মানুষদের প্রতিমা দর্শনের সুযোগ করে দেওয়া, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড়-জমায়েত রোখা এবং একই সঙ্গে দুর্ঘটনা রোধে করতে আগাম পরিকল্পনা করে রেখেছে কলকাতা পুলিশ।