1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বেসিনের ময়লা পরিষ্কার করার কিছু অনবদ্য টিপস, জেনে নিন

১১:০৮ পিএম, মার্চ ৭, ২০২১

অনেক সময়েই দেখা যায় বেসিনের পাইপে ময়লা জমে গিয়ে জল বের হওয়া বন্ধ হয়ে যায়। খুব সাধারণ কয়েকটি পদ্ধতি রইলো বন্ধ হয়ে যাওয়া পাইপ পরিস্কার করতে। লবণ, বেকিং সোডা, ভিনেগার সহ কয়েকটি খুবই সহজলভ্য উপাদানের সাহায্যে কীভাবে বেসিনের পাইপ পরিষ্কার করবেন দেখে নিন।

প্রথমেই আধ কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। তারপর দুই লিটার জল ফুটিয়ে গরম জল ঢেলে ঠিক আধ ঘণ্টা পর। ধীরে ধীরে এই জল ঢালবেন। দুই লিটার জল ঢালা হলে আরও খানিকটা গরম জল ঢালুন যেন লবণ পুরোপুরি পরিস্কার হয়ে যায়। এই লবণের সাথেই দূর হবে জমে থাকা ময়লাও।

পারলে ফুটিয়ে এর সাথে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে।

তারপর কিছুক্ষণ অপেক্ষা করে সাদা ভিনেগার ঢেলে দিন এক কাপ। শেষে গরম জল দিয়ে দিন। দূর হবে সমস্ত ময়লা। বেকিং সোডা ও গরম জলের সাহায্যেও দূর করতে পারবেন বেসিনের পাইপে জমে থাকা ময়লা।