1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রোজ ঘুম থেকে উঠে জল পান করলে পাবেন এই সকল উপকারিতা গুলি

১১:৪০ পিএম, জুন ৬, ২০২১

আমরা সকলেই জানি, খালিপেটে একগ্লাস জল পান করলেই বোধ হয় মিটে গেল। না, জিনিসটা ঠিক তেমন নয়। আসলে কি করতে হবে জেনে রাখুন, শুধু খালি পেটেই নয়, ঘুম থেকে উঠে বাসি মুখে জল খাওয়ার উপকারিতা তার থেকেও অনেক বেশি। মানে, ব্রাশ করার আগেই উঠে জল খেতে হবে। এতে উপকারিতাও অনেক বেশি পাওয়া যায়।

সকল বয়সের ব্যক্তিই এটা যদি অভ্যেস করতে পারেন, তাহলে খুব সহজে রোগ আপনার কাছে ঘেষতেও পারবে না। প্রথমে একসাথে বেশি জল খেতে না পারলে আস্তে আস্তে অভ্যেস করুন। পর্পথমেই ১-২ গ্লাস থেকে শুরু করে ৪-৫ গ্লাস জল খাওয়া শুরু করুন। এতে শরীরের পেশি ভাল থাকবে, শরীরে নতুন কোষ তৈরি হবে। যা মেটাবলিজম রেট বাড়াবে শতকরা ২৪ ভাগ।

নিয়মিত এইভাবে জল পানে আপনার রক্ত পরিষ্কার হবে। সব মিলিয়ে আপনি সারদিন ধরে তরতাজা থাকবেন। তবে রাতে যথাসম্ভব জল খুব বেশি না খাওয়ার চেষ্টা করুন। এতে করে ঘুমাতে যাওয়ার পর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দিনের বেলায় যত খুশি জল পান করুন কোনো সমস্যা নেই।