1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কয়েক বছরের মধ্যেই জলে তলিয়ে যেতে পারে দেশের এই ১২ উপকূলবর্তী শহর! সতর্কবার্তা IPCC-র

০১:২৮ পিএম, আগস্ট ১১, ২০২১

গ্লোবালাইজেশনের ফলে আধুনিক পৃথিবীতে বাড়ছে দূষণ ও গড় তাপমাত্রার পরিমাণ। উষ্ণায়নের ফলে গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রের জলস্তর। এর পরিস্থিতিতে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইন্টারগভার্নমেন্টাল প্যানেলের (IPCC) সাম্প্রতিক রিপোর্ট কপালে বাড়াচ্ছে চিন্তার ভাঁজ। কারণ, রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরেই মধ্যেই সমুদ্রের জলে তলিয়ে যেতে পারে ভারতের কিছু উপকূলবর্তী শহর!

IPCC-র ওই রিপোর্টে বলা হয়েছে, উষ্ণায়নের ফলে গোটা বিশ্বের তুলনায় এশিয়ার জলস্তর বৃদ্ধির হার অনেকটাই বেশি। যে হারে সমুদ্রের জলস্তর বেড়ে চলেছে তাতে শতাব্দীর শেষের দিকে সমুদ্রের জলের তলিয়ে যেতে পারে দেশের ১২টি উপকূলবর্তী শহর। যাদের মধ্যে উল্লেখযোগ্য ৪টি নাম, মুম্বই, চেন্নাই, কোচি, বিশাখাপত্তনম। প্রায় তিন ফুট জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই শহরগুলো।

IPCC-র রিপোর্ট অনুযায়ী আরও জানা গিয়েছে, যেখানে প্রতি ১০০ বছরে একবার সমুদ্রের জলস্তর পরিবর্তিত হতো সেখানে আগামী কয়েক বছরে মাঝে মধ্যেই সেই পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। উষ্ণায়নের ফলে বিশ্বব্যাপী জলস্তর বাড়ার জেরে চিন্তিত স্পেস এজেন্সিগুলোও। তাদের বিশ্লেষণেও উঠে এসেছে বিপদ মুখে দাঁড়ানো দেশের ওই ১২ টি উপকূলবর্তী শহরের নাম। যে হারে জলস্তর বৃদ্ধি পাচ্ছে শতাব্দীর শেষের দিকে শহরগুলির জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশ প্রবল।

উল্লেখ্য, বিশ্বজুড়ে সমুদ্রের জলস্তরের পরিবর্তন মূল্যায়নের জন্য IPCC রিপোর্ট ব্যবহার করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মহাকাশ সংস্থাটির বিশ্লেষণে ১২টি এমন ভারতীয় শহরকে চিহ্নিত করা হয়েছে, যেগুলি জলবায়ু পরিবর্তনের শিকার হতে পারে। সেই শহরগুলি হল, কান্দলা, ওখা, ভাউনগর, মুম্বই, মর্মুগাঁও, ম্যাঙ্গালোর, কোচিন, পারাদ্বীপ, খিদিরপুর, বিশাখাপত্তনম, চেন্নাই ও তুতিকোরিন। অতি দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ না করা হলে বেশ বড় বিপদের সম্মুখীন হতে চলেছে শহরগুলি।