1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

গুগল ম্যাপের বিকল্প আনছে ভারত! ঘোষণা মাত্রই মিমে ভরে উঠল সোশ্যাল মিডিয়া

০৯:৩০ পিএম, ফেব্রুয়ারি ১৪, ২০২১

খুব শীঘ্রই গুগল ম্যাপের বিকল্প অ্যাপ আসতে চলেছে ভারতে। দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবং ম্যাপমাইইন্ডিয়ার যৌথ প্রচেষ্টায় দেশে আসবে সেই বিকল্প অ্যাপটি। ইতিমধ্যেই তা বানানোর কর্মসূচীও শুরু হয়ে গিয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পের এই নতুন উদ্যোগ নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছেন ম্যাপমাইইন্ডিয়ার সিইও রোহন বর্মা। সম্প্রতি তিনি জানিয়েছেন, ইসরো সঙ্গে হাত মিলিয়ে গড়ে ওঠা এই অ্যাপ গুগল ম্যাপের থেকেও কার্যকরী হয়ে উঠতে চলেছে। তাঁদের তৈরি দেশি মানচিত্র-অ্যাপ সরকার নির্ধারিত সীমানাকেই মান্যতা দেবে বলেও জানিয়েছেন তিনি। এই কারণে, ইসরো থেকে উপগ্রহ চিত্র এবং পৃথিবী পরিদর্শনের নানা তথ্যও সংগ্রহ করছেন তারা। যদিও অ্যাপ বানানোর কথা ঘোষণা হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়া ভরে উঠল মিম কালচারে। নেটদুনিয়া ঘিরে শেয়ার হতে থাকছে মজাদার সব মিম। যার বিষয়বস্তু গুগল ম্যাপের সঙ্গে এই নতুন বিকল্প অ্যাপটির সংঘাতই। হ্যাশট্যাগ গুগল ম্যাপ, ইসরো এবং ম্যাপমাইইন্ডিয়া দিয়ে ট্রোলিংয়েও মেতে উঠেছেন নেটিজেনরা। আসুন দেখে নিই সেই কটিই... [embed]https://twitter.com/NitinSe65300540/status/1360451751459966976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1360451751459966976%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aajkaal.in%2F[/embed] [embed]https://twitter.com/NimishJoshi_/status/1360434925564878848?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1360434925564878848%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aajkaal.in%2F[/embed] [embed]https://twitter.com/ivikasp/status/1360460671972909059?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1360460671972909059%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aajkaal.in%2F[/embed]