যাদের ত্বক তৈলাক্ত হয় তাদের ত্বকে ধুলা-ময়লাও বেশি জমে। ফলে লোমকূপ বন্ধ হয়ে ব্ল্যাকহেডসের সমস্যা সৃষ্টি হয়। ত্বকের বাড়তি তেল দূর করতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটির প্যাক। দেখে নিন-
মুলতানি মাটি ও গোলাপজল: মুলতানি মাটির সঙ্গে প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। ৩০ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করলে তেলতেলে ভাব কমে উজ্জ্বল হবে ত্বক।
মধু ও মুলতানি মাটি: মুলতানি মাটির সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহ একবার ব্যবহার করলে ত্বক হবে মোলায়েম ও উজ্জ্বল।
হলুদ ও মুলতানি মাটি: মুলতানি মাটি ও হলুদের গুঁড়ার সঙ্গে অল্প অল্প করে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলার ত্বকে প্যাকটি লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন কুসুম গরম জল দিয়ে। এটি ব্রণ দূর করতেও বেশ কার্যকরী।
বেসন, মুলতানি মাটি ও চন্দন: ১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ চন্দন ও ১ চা চামচ বেসনের সঙ্গে পরিমাণ মতো ঠান্ডা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাকটি ত্বকে ৪০ মিনিট লাগিয়ে রেখে এরপর ধুয়ে ফেলুন।