1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মর্গের ফ্রিজারে রইলেন সারারাত! পরদিন সকালে বেঁচে উঠল মৃত ঘোষিত যুবক

০৩:৪৩ পিএম, নভেম্বর ২২, ২০২১

বংনিউজ২৪x৭ ডেস্কঃ পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারপর নিয়ম মত মর্গে পাঠানো হয় সেই ব্যক্তির বডিকে। সেই মত মর্গের ফ্রিজারে গোটা একদিন রাখা হয়। কিন্তু ওই দেহকে গোটা একদিন মর্গের ফ্রিজারে রাখার পর পরের দিন সকালে হাসপাতাল থেকে জানানো হয় বেঁচে আছেন সেই ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সুত্রের খবর, উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকায় ঘটে একটি দুর্ঘটনা। সেখানেই গুরুতর জখম হন শ্রীকেশ কুমার । মোটর সাইকেলে দুর্ঘটনা ঘটে তাঁর। তারপর তাঁকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরিকালিন বিভাগে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় এবং সেখান থেকে তাঁকে পোস্ট মরটেম এর জন্য অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মর্গের ফ্রিজারে এক রাত থাকার পর হাস্পাতালের ডাক্তার দেখেন তাঁর শ্বাসপ্রশ্বাস চলছে। যদিও বর্তমানে কোমায় রয়েছেন তিনি।

এদিকে ওই ব্যক্তির পরিবারের অভিযোগ ডাক্তাররা প্রথমবার ভালো করে না দেখেই মৃত বলে ঘোষণা করে দেন। আর হাসপাতালের ডাক্তাররা বলেন এটি মিরাক্কেল। কিভাবে সম্ভব হয়েছে তাঁর কোনও ব্যখা নেই। গোটা বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ।